Web bengali.cri.cn   
রাশিয়ার বিরুদ্ধে নতুন শাস্তিমূলক ব্যবস্থাসম্বলিত আইনে স্বাক্ষর করবেন প্রেসিডেন্ট ওবামা: মার্কিন মুখপাত্র
  2014-12-17 18:57:29  cri
ডিসেম্বর ১৭: ইউক্রেন ইস্যুতে চলতি সপ্তাহেই রাশিয়ার বিরুদ্ধে নতুন শাস্তিমূলক ব্যবস্থাসম্বলিত একটি আইনে স্বাক্ষর করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট গতকাল (মঙ্গলবার) এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান। মার্কিন কংগ্রেসে গত সপ্তাহে এ আইনটি গৃহীত হয়।

মুখপাত্র জানান, নতুন আইনে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস রপ্তানি ও প্রতিরক্ষা পণ্য আমদানির সাথে জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে বিভিন্ন মাত্রার অবরোধ আরোপ করা হবে। এ ছাড়া, ২০১৫ সালে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৩৫ কোটি মার্কিন ডলার মূল্যের অস্ত্র দেবে বলেও তিনি জানান।

এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এ নতুন আইন রাশিয়ার প্রতি প্রকাশ্য শত্রুতার নামান্তর। রাশিয়ার বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপিত হলে মস্কো যথাযথ প্রতিব্যবস্থা গ্রহণ করবে বলেও মন্ত্রণালয় জানিয়েছে। (ছাই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040