Web bengali.cri.cn   
শিগগিরি হংকংয়ের রাজনৈতিক সংস্কার সম্পর্কিত গণ পরামর্শ অনুষ্ঠিত হবে: লেউং ছুন ইংয়
  2014-12-17 18:32:05  cri
ডিসেম্বর ১৭: শিগগিরি রাজনৈতিক সংস্কার সম্পর্কিত গণ পরামর্শ শুরু করবে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার। বিধানসভার কমপক্ষে তিন ভাগের দুই ভাগ সদস্যের সমন্বয়ে রাজনৈতিক সংস্কারের পরিকল্পনার খসড়া গ্রহণের চেষ্টা করবে। এতে ২০১৭ সালের প্রশাসকের জন্য সাধারণ নির্বাচনের আয়োজন করা হবে।

হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসক লেউং চুন ইং গতকাল (মঙ্গলবার) হংকং নিউজপেপার সমিতি প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, সোমবার 'কেন্দ্র দখল' আন্দোলন শেষ হওয়ায় পুলিশ ও সরকারি কর্মকর্তা ছাড়াও গণমাধ্যমকে ধন্যবাদ জানানো উচিত। কারণ তাদের ন্যায়সঙ্গত ও সার্বিক প্রচারের ফলে সবাই সময় মতো সঠিক খবর জানতে পেরেছে।

তিনি আরো বলেন, গণমাধ্যম হল সরকারের অংশীদার। হংকং সরকার গণমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুত্ব দেয় এবং তার সুরক্ষা দেয়। হংকং সরকার ও বেশিরভাগ নাগরিক দৃঢ়ভাবে গণতন্ত্রের নামে যেকোন অবৈধ পথ অনুসরণের বিরোধিতা করে। গত ৩১ আগস্ট চীনা গণকংগ্রেসের স্থায়ী কমিশন সাধারণ নির্বাচনের বিস্তারিত কাঠামো প্রণয়ন করে। কাঠামো অনুযায়ী ২০১৭ সালে প্রশাসক নির্বাচনের জন্য সাধারণ নির্বাচনের আয়োজন করা হবে। (ছাই/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040