Web bengali.cri.cn   
ভারতে নিষিদ্ধ হলো ইরাকের 'আইএস'
  2014-12-17 16:37:12  cri
ডিসেম্বর ১৭: ইরাকের বিদ্রোহী জঙ্গি গ্রুপ 'ইসলামিক স্টেট' বা আইএস-কে নিষিদ্ধ করেছে ভারতীয় সরকার। আজ (বুধবার) নয়াদিল্লি সরকারের এ সিদ্ধান্তের কথা লোকসভায় জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। খবর আনন্দবাজার পত্রিকার।

লোকসভায় মন্ত্রী বলেন, ইরাক ও সিরিয়াসহ অন্যান্য দেশে আইএস যা করছে, ভারতীয় সরকার তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার পরই এ সিদ্ধান্ত নিয়েছে।

ভারতে আইএসের কোনো তত্পরতা না-থাকলেও, সাম্প্রতিক কয়েকটি ঘটনা ভারত সরকারকে এ সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছে বলে বিশ্লেষকদের ধারণা। সম্প্রতি আইএসে যোগ দিতে মহারাষ্ট্রের কয়েক জন যুবকইরাক গমন করে এবং সাইবার জগতে আইএসের ভাবধারা প্রচারের অভিযোগে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার হয় কোলকাতার মেহদি মসরুর বিশ্বাস। এ ছাড়া, কাশ্মীরে দু'একটি বিক্ষোভে বিক্ষিপ্তভাবে আইএসের ব্যানারও দেখা যায়।

এদিকে, আইএসের হাতে এখনো ৩৯ জন ভারতীয় শ্রমিক আটক আছে। তাদের উদ্ধারে বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে জঙ্গি সংগঠনটির সাথে দর কষাকষি করছে দিল্লি। (আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040