Web bengali.cri.cn   
চীন এবং মধ্য ও পূর্ব ইউরোপের নেতাদের সঙ্গে তৃতীয় বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং
  2014-12-17 16:11:21  cri

ডিসেম্বর ১৭: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং মঙ্গলবার বিকেলে বেলগ্রেডে চীন এবং মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশের নেতাদের তৃতীয় বৈঠকে অংশ নিয়েছেন। মধ্য ও পূর্ব ইউরোপের ১৬টি দেশের নেতা এ বৈঠকে উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা চীনের সঙ্গে সহযোগিতা নিয়ে গভীরভাবে আলোচনা করেছেন এবং বিভিন্ন বিষয়ে মতৈক্যে পৌঁছেছেন।

লি খ্য ছিয়াং বলেন, বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটছে, তবে শান্তি ও উন্নয়ন হলো সময়ের চাহিদা। চীন দৃঢ়ভাবে শান্তিপূর্ণ উন্নয়নের পথে অবিচল থাকবে, অব্যাহতভাবে পারস্পরিক কল্যাণ ও অভিন্ন স্বার্থে বৈদেশিক উন্মুক্তকরণ চালু রাখবে এবং মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশের সঙ্গে বিশ্বের টেকসই উন্নয়ন, সমৃদ্ধি ও স্থিতিশীলতার প্রচেষ্টা চালাবে।

এ সময়, চীন এবং মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশের সহযোগিতা সম্পর্কে ৫টি প্রস্তাব দেন লি খ্য ছিয়াং।

প্রথমত, চীন এবং মধ্য ও পূর্ব ইউরোপের সহযোগিতায় নতুন বিষয় গড়ে তোলা। দ্বিতীয়ত, পারস্পরিক যোগাযোগ ও আদান-প্রদানের করিডোর প্রতিষ্ঠা করা। তৃতীয়ত, জ্বালানি সম্পদ প্রকল্পের সহযোগিতা জোরদার করা। চতুর্থত, পুঁজি বিনিয়োগ ও সহযোগিতার নতুন কাঠামো গড়ে তোলা। পঞ্চমত, সাংস্কৃতিক সম্পদ সমৃদ্ধ খাতের সহযোগিতা জোরদার করা।

(সুবর্ণা/ তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040