Web bengali.cri.cn   
বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচার এক বছরে তিনগুণ বেড়েছে
  2014-12-17 15:54:12  cri
ডিসেম্বর ১৭: বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচার এক বছরে প্রায় তিন গুণ বেড়েছে। ২০১১ সালে যেখানে অবৈধভাবে পাচার হয়েছিল ৪৬৩০ কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রা, সেখানে ২০১৩ সালে তা বেড়ে দাঁড়ায় ১৩,৭৩২ কোটি টাকায়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই)-এর একটি প্রতিবেদনের বরাত দিয়ে প্রথম আলো এ তথ্য জানিয়েছে।

জিএফআই-এর 'ইলিসিট ফাইন্যান্সিয়াল ফ্লোজ ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ: ২০০৩-১২' শীর্ষক প্রতিবেদনটি মঙ্গলবার প্রকাশিত হয়। প্রতিবেদনে উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলো থেকে গত এক দশকে কী পরিমাণ অর্থ অবৈধভাবে দেশের বাইরে গেছে, তার প্রাক্কলন করা হয়েছে। এতে ১৫১টি দেশের অর্থ পাচারের হিসাব দেওয়া হয়েছে। তালিকায় বাংলাদেশের অবস্থান ৫১তম।

এদিকে, জিএফআই-এর তথ্য অনুসারে, ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত উন্নয়নশীল দেশগুলো থেকে অন্তত ৬ লাখ ৬০ হাজার কোটি ডলার দেশের বাইরে পাচার করা হয়েছে। এ সময়কালে সবচে বেশি এক লাখ ২৫ হাজার ডলার বিদেশে পাচার হয়েছে চীন থেকে। এক্ষেত্রে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে রাশিয়া ও মেক্সিকো। (আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040