Web bengali.cri.cn   
আফগানিস্তানের প্রধান নির্বাহীর সঙ্গে চীনা প্রধানমন্ত্রীর বৈঠক
  2014-12-16 09:38:32  cri
ডিসেম্বর ১৬: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গতকাল (সোমবার) বিকেলে আসতানায় আফগানিস্তানের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আব্দুল্লাহ'র সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠককালে প্রধানমন্ত্রী লি বলেন, সম্প্রতি আপনার দেশের প্রেসিডেন্ট আশরাফ ঘানি আহমাদজাই সাফল্যের সঙ্গে চীন সফর করেন। দু'দেশের নেতারা চীন-আফগান কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক গভীরতর করা এবং দু'দেশের বাস্তব সহযোগিতা নিয়ে ব্যাপক মতৈক্যে পৌঁছান। আমি এবং প্রেসিডেন্ট ঘানি যৌথভাবে ইস্তাম্বুল প্রক্রিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের চতুর্থ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত ছিলাম। চীন আফগানিস্তানের সঙ্গে সম্পর্কোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে আসছে এবং সমঝোতার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আফগানিস্তানকে সমর্থন করে। চীন আফগানিস্তানের স্থিতিশীলতা পুনরুদ্ধার, জাতীয় সমঝোতা এবং জনগণের জীবিকার উন্নয়নে গঠনমূলক ভূমিকা পালন করতে ইচ্ছুক বলেও প্রধানমন্ত্রী লি উল্লেখ করেন।

তিনি জোর দিয়ে বলেন, বিভিন্ন ক্ষেত্রে চীন-আফগান সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চীন যত দ্রুত সম্ভব সেদেশে একটি কর্ম গ্রুপ পাঠাতে চায় এবং আফগানিস্তানের অবকাঠামোর উন্নয়নের পরিকল্পনা নিয়ে সেদেশের সঙ্গে আলোচনা করতে চায়। আগামী বছর চীন-আফগান কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উপলক্ষে চীন আফগানিস্তানের সঙ্গে নানা ধরনের উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করতে ইচ্ছুক বলেও উল্লেখ করেন লি খ্য ছিয়াং।

আব্দুল্লাহ বলেন, চীনের নেতাদের দূরদর্শিতা এবং আঞ্চলিক নিরাপত্তার উন্নয়নের ফলে আফগান-চীন সম্পর্ক ও সহযোগিতা অব্যাহতভাবে সম্প্রসারিত হচ্ছে। দীর্ঘকাল ধরে আফগানিস্তানের শান্তি ও সমঝোতার প্রক্রিয়া বেগবানের জন্য চীন যে অবদান রেখেছে তিনি তার প্রশংসা করেন। আফগানিস্তান দু'দেশের বন্ধুত্ব সুসংহত করতে, বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক কল্যাণকর সহযোগিতা গভীরতর করতে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা করতে ইচ্ছুক বলেও তিনি উল্লেখ করেন। (লিলি/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040