Web bengali.cri.cn   
হংকংয়ে 'কেন্দ্র দখল আন্দোলন'-এর অবসান; যান চলাচল স্বাভাবিক
  2014-12-15 19:30:30  cri
ডিসেম্বর ১৫: অবশেষে হংকংয়ে ৮০ দিনব্যাপী 'কেন্দ্র দখল আন্দোলন'-এর অবসান ঘটেছে। চীনের এই বিশেষ অঞ্চলটির পুলিশ আজ (সোমবার) 'কজওয়ে বে' থেকে আন্দোলনকারীদের শেষ অবরোধটিও তুলে দেয়। এর ফলে সেখানে যান চলাচল স্বাভাবিক হয়।

সকাল ১০টা ২০ মিনিটে আন্দোলনকারীদের অবরোধ চূড়ান্তভাবে তুলে দেওয়ার জন্য অভিযান শুরু করে পুলিশ। অভিযান চলাকালে ১০ জনকে আটক করা হয়।

এদিকে, হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসক লেউং ছুন-ইং বলেছেন, 'কজওয়ে বে' থেকে অবরোধ তুলে দেওয়ার পর তথাকথিত 'কেন্দ্র দখল' ইস্যুটির সমাপ্তি ঘটলো। তিনি আরো বলেন, হংকংয়ের অধিকাংশ নাগরিক সামাজিক শৃঙ্খলা ধ্বংস করতে চায় না। কিন্তু বিগত ৮০ দিনের তথাকথিত আন্দোলনে অঞ্চলটির বেশ ক্ষতি হয়েছে। এসময় তিনি জানান, হংকংয়ের সাধারণ নির্বাচন মৌলিক আইন ও চীনা গণ কংগ্রেসের স্থায়ী কমিশনের সংশ্লিষ্ট সিদ্ধান্ত অনুযায়ীই অনুষ্ঠিত হবে। (ছাই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040