Web bengali.cri.cn   
ম্যাকাওয়ের স্বদেশের সঙ্গে যুক্ত হবার ১৫তম বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চীনের প্রেসিডেন্ট
  2014-12-15 18:27:35  cri
ডিসেম্বর ১৫: স্বদেশের সঙ্গে ম্যাকাওয়ের যুক্ত হওয়ার পঞ্চদশ বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। এ উপলক্ষ্যে আগামী ১৯ ও ২০ ডিসেম্বর ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলে অবস্থান এবং ওই অঞ্চলের চতুর্থ স্থানীয় সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। চীনের প্রেসিডেন্টের দায়িত্ব নেবার পর এটা হবে সি চিন ফিংয়ের প্রথম ম্যাকাও সফর।

পেইচিং বিশ্ববিদ্যালয়ের হংকং ও ম্যাকাও গবেষণালয়ের নির্বাহী পরিচালক ছিয়াং শিকং বলেন, প্রেসিডেন্ট সি ম্যাকাও'র নতুন সরকারকে প্রশাসনিক নির্দেশনা দেবেন। ম্যাকাও'র বিভিন্ন মহল চীনের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার বিষয় নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করবে।

ছিয়াং শিকং বলেন, স্বদেশের সঙ্গে যুক্ত হবার ১৫ বছরে ম্যাকাওয়ের গণতন্ত্রিক, রাজনৈতিক, অর্থনীতি এবং জীপনযাত্রার মান অব্যাহত উন্নত হয়েছে। চীনের সংবিধান অনুযায়ী বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসকের উচিত কেন্দ্রীয় সরকারের দায়িত্ব পালন করা।

ম্যাকাওয়ের স্বদেশের সঙ্গে যুক্ত হবার পঞ্চদশ বার্ষিকী উদযাপনের জন্য ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল কর্তৃপক্ষ ধারাবাহিক অনুষ্ঠানের আয়োজন করবে।

(ছাই)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040