Web bengali.cri.cn   
মুক্তার কথা-১১ অক্টোবর
  2014-12-13 19:39:13  cri

মু: সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন সুদূর পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা।

আ: এবং আমি আলিমুল হক। আজকের প্রথম চিঠি লিখেছেন বাংলাদেশের কুমিল্লা জেলার আন্তর্জাতিক বাঁধন বেতার শ্রোতা সংঘের সভাপতি মোঃ সোহাগ বেপারী। তিনি লিখেছেন, মুক্তা আপু শিশির বেজা ধান ফুলের শুভেচ্ছা নিবেন। বাড়ির পাশে ডাকাতিয়া নদী, নদীর পাড়ে আমার বাড়ি। ছোট্র একটি কুড়ে ঘরে আমার বাস। সেখানে আছে সুশীতল স্নিগ্ধ বাতাস, সবুজ ছায়া, শ্যামল প্রকৃতি, শিশির ভেজা ঘাস, কুয়াশাঢাকা সকাল বেলায় মিস্টি রোদের ঝিলিক, মাঠভরা সোনালী ফসল। সময় যেন এখানে থেমে থাকতে চায়। ভাইয়া ও আপু, শহরের কোলাহল ছেড়ে চলে এসো আমাদের ডাকাতিয়া নদীর পাড়ে, দেখে যাও প্রকৃতির মন মাতানো রূপ আর খেয়ে যাও নতুন ধানের পায়েস ও শীতের পিঠা। আমি হৃদয়ের দরজা খুলে ঐ নীল আকাশটার দিকে তাকিয়ে অপেক্ষায় আছি আমার প্রিয় চীন আন্তর্জাতিক বেতার ও তোমাদের জন্য। তোমরা কি আসবে আমার ডাকাতিয়া নদীর পাড়ে?

মু: বন্ধু মোঃ সোহাগ বেপারী, আপনি খুব সুন্দর করে আপনার মাতৃভূমির বর্ণনা দিয়েছে। আমরা মুগ্ধ হয়েছি। আসলে, শুনতে শুনতেই মনে হচ্ছিল ডানা মেলে উড়ে যাই ডাকাতিয়া নদীর পাড়ে আপনার ছোট্ট কুড়ে ঘরে। কিন্তু বাস্তব বড় কঠিন। আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না। তবে, আপনার ভালোবাসা কিন্তু আমরা ঠিকই বুঝতে পারি। এ ভালোবাসা যেমন সিআরআই-এর জন্য, তেমনি ডাকাতিয়ার জন্যও। আর ডাকাতিয়া নামটাও কিন্তু বেশ রোমাঞ্চকর। ডাকাত থেকে ডাকাতিয়া। বিষয়টা আশ্চর্যের ডাকাত তো ভালো শব্দ নয়। কিন্তু ডাকাতিয়া সুন্দর শব্দ। বাংলা গানে শুনেছি 'ডাকাতিয়া বাঁশির' কথা। আপনাকে সুন্দর চিঠির জন্য আবারো ধন্যবাদ। আশা করি নিয়মিত লিখবেন।

আ: রাজশাহী জেলার মোঃ উজ্জল হোসেন ইমেলে লিখেছেন, প্রিয় বন্ধু মুক্তা আমার প্রাণ ভরা ভালবাসা ও একগুচ্ছ বেলী ফুলের শুভেচ্ছা রইল। আশা করি আপনিসহ পরিবারের সবাই ভাল আছেন। আপনার অনুষ্ঠান আমার কাছে সব চেয়ে বেশি ভাল লাগে, তবে আরো ভাল লাগতো যদি আপনার নিজস্ব ইমেইল ঠিকানা দিতেন। বন্ধু, আপনার পরিবার নিয়ে আমার দেশে আমার বাড়িতে বেড়াতে আসুন। আপনাদের খাওয়া, থাকা এবং নিরাপত্তার সকল প্রকার ব্যবস্থা করব। যদি আপনারা এদেশে এখনিই আসতেন তা হলে সবচাইতে খুশি হতাম। আপনাদের অপেক্ষায় রইলাম। আমাকে ইমেইল পাঠানোর জন্য অশেষ ধন্যবাদ।

মু: আচ্ছা, বন্ধু মোঃ উজ্জল হোসেন, আপনার আমন্ত্রণ আমরা গ্রহণ করছি। আশা করি কোনো একদিন সময় আর সুযোগ পেলে বাংলাদেশে এবং আপনার বাড়িতে যাওয়া হবে। ভাই, আমি তো প্রতি অনুষ্ঠানের শেষেই আমার নিজস্ব ই-মেইল ঠিকানা দিয়ে দিই! আপনি সম্ভবত খেয়াল করেননি। তারপরও এখানে আপনার জন্য আমার ইমেইল ঠিকানা বলছি: caiyue@cri.com.cn। আশা করি খুশি হয়েছেন। আপনাকে ধন্যবাদ।

আ: বাংলাদেশের নাটোর জেলার আতিয়া সুলতানা রীমা আমাদের একটি কবিতা পাঠিয়েছেন। আমি এখানে তাঁর কবিতাটি পড়ছি--

আমার দেশে সবুজ গাছে

মধুর ফল ধরে

আম জাম কাঠাল পেয়ারা

নিজের হাতে খাই পেরে ।

আমার দেশে সবুজ মাঠে

সোনালী ফসল ফলে

নবান্নের উৎসবে

ধুমধাম চলে

আমার দেশের প্রজাপতি

উড়ছে যখন ডালে

দেখতে তাদের ভারি মজা

নাচছে তালে তালে ।

মু: আতিয়া সুলতানা রীমা, আপনাকে আমাদের কবিতা লিখে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই।

আ: বাংলাদেশের পাবনা জেলার পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাবের প্রতিষ্ঠাতা ও সম্পাদক ডা এস এম এ হান্নান তার চিঠিতে লিখেছেন, শুভেচ্ছা ও সালাম নিবেন। আশা করি তিব্র শীতে ভাল আছেন। বাংলাদেশে চীনের মতো শীত না-থাকলেও, শিগগিরই শীত বাড়বে এবং গরীব মানুষ কষ্ট পাবে। এ তো প্রতিবছরের চিত্র। তাই সি আর আই এর মাধ্যমে বিত্তবানদের বলতে চাই: আপনারা শীতবস্ত্র বিতরণ করার প্রস্তুতি নিন, আর্তমানবতার সেবায় এগিয়ে আসুন। বর্তমানে সি আর আই বহুমূখী সাজে সজ্জিত। আকর্ষণীয় ওয়েবসাইট, প্রত্যেক অনুষ্ঠানে কুইজ, বৈচিত্র্যময় অনুষ্ঠান, নতুন আঙ্গিকে পুবের জানালা ম্যাগাজিন---ইত্যাদি আরো কত কী! নিরপেক্ষভাবে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে চলেছে সিআরআই। এসবই সংশ্লিষ্ট কর্মীদের নিরলস প্রচেষ্ঠার ফসল।

মু: বন্ধু এস এম এ হান্নান, আপনাকে ধন্যবাদ। হ্যা, আমি জানি, সামান্য শীতেই বাংলাদেশের অনেক গরীব মানুষ কষ্ট পান। আর্দ্রতা বেশি থাকায় অল্প শীতেই বাংলাদেশে বেশি শীত অনুভূত হয়। আপনার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরাও বলতে চাই, এবার শীতে যাতে কোনো মানুষ কষ্ট না পায়। আসুন আমরা সবাই এখন থেকেই পূর্ব প্রস্তুতি নিতে শুরু করি।

আ: ভারতের দার্জিলিংয়ে যোগীরাজ বিপ্লব ইমেলে লিখেছেন, আপনারা কেমন আছেন? আপনাদের সকলকে এবং বাংলা বিভাগের সব শ্রোতার জন্য রইল অনেক শুভেচ্ছা। আমি একটি নতুন মোবাইল ফোন কিনেছি, আপনাদের ইমেইল লেখার জন্য। মুক্তার কথা অনুষ্ঠান খুব ভালো লাগে। আমি আমার একটি ফটো পাঠালাম। আশা করি এটি আপনাদের ওয়েবসাইটে দিবেন। আমি এখন থেকে নিয়মিত চিঠি লিখবো। আমি চীন আন্তজার্তিক বেতারের সকল সদস্যকে এই শীতে দার্জিলিং বেড়াতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

মু: বাহ্ আজ আমরা অনেক বন্ধুর কাছ থেকে নিমন্ত্রণ পেয়েছি। বন্ধু যোগীরাজ বিপ্লব, আপনার নিমন্ত্রণও আমরা গ্রহণ করছি। আশা করি একসময় আপনার জন্মভূমিতে ভ্রমণে যেতে পারবো। আপনার ছবি পেয়েছি। খুবই সুন্দর। আপনার ছবি আমাদের ওয়েবসাইটে অবশ্যই আপলোড করবো। এ সুযোগে বলতে চাই, অন্যান্য শ্রোতারাও কিন্তু তাদের ছবি আমাদের পাঠাতে পারেন। আমরা মুক্তার কথা ওয়েব পেইজে সবার ছবি দিতে চাই। আশা করি সবাই পাঠাবেন তাদের নিজ নিজ ছবি।

মু: প্রিয় শ্রোতা, আপনার সুন্দর চিঠির জন্য ধন্যবাদ। আমরা আশা করি বাংলাদেশের কৃষকরাও একসময় আরো স্বচ্ছল হবেন। আমরা জানি বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এখানে কৃষকের উন্নতি মানেই জাতির উন্নতি। বাংলাদেশের জন্য আমার শুভ কামনা রইল।

আ: ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাবের মহ: হাফিজুর রহমান তার চিঠিতে লিখেছেন, চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান আমাদের কাছে গর্ব ও আনন্দের সংমিশ্রণ। সত্যনিষ্ঠ, নিরপেক্ষ এবং তরতাজা বিশ্ব সংবাদ এবং গুরুত্বপূর্ণ চলমান বিশ্ব পরিস্থিতি নিয়ে প্রতিদিনের প্রতিবেদন, স্পট রিপোর্ট, আলোচনা, সাক্ষাত্কার আর আকর্ষনীয় ম্যাগাজিন অনুষ্ঠান এক কথায় অনবদ্য। আমরা দারুণভাবে উপভোগ করি প্রতিটি পরিবেশনা। সেই সাথে আছে ছবিসহ জমজমাট তথ্যসমৃদ্ধ ওয়েবসাইট। আছে মতামত, প্রস্তাব ও সমালোচনার সুযোগ। সব মিলিয়ে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান আমাদের কাছে অত্যন্ত প্রিয়, দারুণ আকর্ষণীয়। চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান আমাদের মনের অনুষ্ঠান, আমাদের প্রাণের অনুষ্ঠান। জ্ঞান বৃদ্ধিতে সহায়ক এই বেতার অত্যন্ত চিত্তাকর্ষক ও উচ্চমানের। তুলনাবিহীন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের উন্নয়ন, সমৃদ্ধি, সুনাম ও সুখ্যাতি কামনা করি।

মু: বন্ধু মহ: হাফিজুর রহমান, আপনাকে আমাদের এত বেশি প্রশংসা করা এবং নিয়মিত চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। আশা করি, আপনি আজীবন আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।

আ: আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে আমি আপনাদেরকে দুই জন নতুন শ্রোতার সঙ্গে পরিচয় করে দিবো। প্রথম হলেন বাংলাদেশের নওগাঁ জেলার রাখী রানী। তিনি লিখেছেন, আমি নাটোর জেলার বন্ধু রাজীব কুমার মন্ডল-এর কাছ থেকে CRI এর বাংলা অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জেনেছি। এখন আমি আপনাদের নিয়মিত শ্রোতা। আমার ডাক ঠিকানায় অবশ্যই অনুষ্ঠানসূচি পাঠাবেন। মুক্তার কথা অনুষ্ঠানে জানতে চাই: চীনের পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ দিকে কোন প্রদেশ বা শহর অবস্থিত?

মু: রাখী রানী, আপনাকে আমাদের শ্রোতা পরিবারে স্বাগত জানাই। বন্ধু রাজীব কুমার মন্ডলকে ধন্যবাদ। তিনি আপনাকে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। বন্ধু রাখী রানী, আমাদের ওয়েবসাইটে অনুষ্ঠানসূচি দেওয়া আছে। আপনি একটু দেখে নিন। এখন আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। চীনের সর্ব পূর্বে একটি ছোট থানা, নাম হল উসু থানা। উসু থানা হল চীনের সবচেয়ে ছোট থানা। সর্ব পশ্চিমে হল সিনচিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের কাশি। সর্ব উত্তরে হল হেলংচিয়াং প্রদেশের মোহে জেলা এবং সর্ব দক্ষিণে আছে নানশা দ্বীপপুঞ্জের জেমস শোয়াল (James Shoal)। আচ্ছা, বন্ধু রাখী রানী, আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানাই। আশা করি, আপনি ভবিষ্যতে নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন এবং আমাদেরকে চিঠি লিখবেন।

আলিম: দ্বিতীয় নতুন শ্রোতা হলেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নাজিয়া জামান। তিনি তার ইমেলে লিখেছেন, প্রিয় হামিম ভাইয়ার কাছে প্রথম বার সিআরআই সম্পর্কে জেনে আমিও চিঠি লিখতে বসেছি। আমাকে শ্রোতা তালিকায় অন্তর্ভূক্ত করে নেবেন। অপেক্ষায় থাকবো। সালাম নেবেন।

মু: আচ্ছা, নাজিয়া জামান, আমি আপনার নাম আমাদের শ্রোতাতালিকায় অন্তর্ভুক্ত করেছি। আশা করি, আপনি ভবিষ্যতে নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন এবং আমাদেরকে লিখবেন। এ ছাড়াও আমরা হামিম ভাইকে ধন্যবাদ জানাই।

আলিম: প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যাঁ, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।

মু: আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনুন আর আপনার যে-কোনো মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন চিঠি বা ই-মেইলের মাধ্যমে। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'মুক্তার কথা' অনুষ্ঠান সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040