Web bengali.cri.cn   
ভারতীয়দের গর্ব
  2014-12-15 17:14:45  cri


১১ শতাব্দীতে মুসলিম দার্শনিক আল বেরুনী বলেছিলেন: ভারতীয়রা বিশ্বাস করেন, তাদের নিজের দেশ, রাজা, ধর্ম এবং বিজ্ঞান এ বিশ্বে অনন্য। এখন ভারতীয়রা নিজ দেশের জন্য গর্ব বোধ করেন এবং নিজ দেশ নিয়ে তারা খুব আশাবাদীও।

২০১৪ সালের ২৪ নভেম্বর দশ মাসের মহাকাশযাত্রার পর মঙ্গল গ্রহে অনুসন্ধানকারী ভারতের 'মঙ্গোলায়ন' সাফলের সঙ্গে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে।

এদিন বিশেষভাবে লাল কাপড় পরা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, ভারত ইতিহাস সৃষ্টি করেছে। ভারত অসম্ভব কাজকে সত্য করেছে। এদিন 'গর্ব' ও 'অহংকার' এই দুই শব্দ ভারতের সব তথ্যমাধ্যমে দেখা যায়। হ্যাঁ, ভারতীয়রা সত্যি নিজের অগ্রগতির জন্য গর্ব বোধ করতে পারেন।

বিজ্ঞান মহলে সবাই জানে যে, মঙ্গলে অনুসন্ধান অনেক ঝুঁকিপূর্ণ। বিশ্বের বিভিন্ন দেশের মঙ্গলে অনুসন্ধানকারী যান পাঠানোর চেষ্টার মধ্যে সফল হওয়ার হার শুধু অর্ধেক। তবে ভারত এশীয় দেশের মধ্যে প্রথম দেশ যে একবার চেষ্টা করেই সফল হয়েছে। আর উল্লেখযোগ্য বিষয় হল 'মঙ্গোলায়ন' পরিকল্পনা থেকে গ্রহে পৌঁছাতে শুধু চার বছর সময় লেগেছে। এতে ব্যয় হয়েছে শুধুমাত্র ৭.৪ কোটি মার্কিন ডলার। তবে ২০১৩ সালের ১৮ নভেম্বর যুক্তরাষ্ট্র যে 'মাভান' নামে অনুসন্ধানকারী উত্ক্ষেপণ করেছিল,তাতে ব্যয় হয়েছিল ৬৭ কোটি মার্কিন ডলার। ভারতের ব্যয় যুক্তরাষ্ট্রের ব্যয়ের নয় ভাগের এক ভাগ।

ভারতীয়দের জন্য আরেকটি খুব গর্বের বিষয় আছে, তা হলো বলিউড। যদিও যুক্তরাষ্ট্রের হলিউডের চলচ্চিত্র বিশ্বের অনেক দেশে অনেক জনপ্রিয়, তবে তা ভারতের চলচ্চিত্র বাজারে প্রবেশ করা অনেক কঠিন। ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র মাস্টার জেমস ক্যামেরুনের চলচ্চিত্র 'এ্যাভাটার' বিশ্বের অনেক দেশের চলচ্চিত্র বাজারে খুব ভালো ফল লাভ করে। এ চলচ্চিত্র যেন সে বছর চলচ্চিত্র বাজারের রাজা। ভারতে এর বক্স অফিস ১ বিলিয়ন রুপি আয় করে। তবে তা ভারতীয় চলচ্চিত্র 'ত্রি ইডিয়টস' এর তুলনায় অনেক কম।

ভারতীয়রা নিজের সংস্কৃতিকে অনেক সমর্থন করেন। বর্তমান বিশ্বে কি কি বিষয় জনপ্রিয় তাতে ভারতীয়দের কিছু যায় আসে না। ভারতীয়রা নিজেদের ঐতিহ্যবাহী সঙ্গীত শুনেন, নিজেদের বলিউড চলচ্চিত্র দেখেন। আর ঠিক এমন বিশেষ প্রেক্ষাপটের কারণেই ভারতের বলিউডের মুভি এত উন্নত হয়েছে।

এখন আমরা ভারতীয়দের গর্বের পাঁচটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো।

প্রথম: এর আগে আমরা উল্লেখ করেছি যে, ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর ভারতের প্রথম মঙ্গলগ্রহে অনুসন্ধানকারী মঙ্গোলায়ন সাফল্যের সঙ্গে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে।

ভারত হল এশিয়ার প্রথম দেশ, এবং বিশ্বে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও দ্য ইউরোপীয়ান স্পেস এজেন্সি-এর পর মঙ্গলে সাফল্যের সঙ্গে অনুসন্ধানকারী চতুর্থ দেশ। এদের মধ্যে প্রথম অভিযানেই সফল হয় ভারত।

দ্বিতীয়: ২০১৩ সালের ১২ আগস্ট, ভারতের নিজস্ব বিমানবাহী জাহাজ "VIKRANT"-এর নির্মাণ কাজ সম্পন্ন হয়। ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, এদিনটি দেশের জন্য গুরুত্বপূর্ণ এক দিন। ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পর নিজ উপায়ে বিমানবাহী জাহাজ নির্মাণকারী দেশ হলো ভারত।

ভারতের জন্য আরেকটি গর্বের বিষয় হলো এ দেশ পারমাণবিক শক্তি অর্জনকারী দেশ। ১৯৯৮ সালের মে মাসে ভারত ভূগর্ভে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তাপর দেশটি ঘোষণা করে যে, তারা পারমাণবিক অস্ত্র প্রযুক্তি অর্জন করেছে। বিদেশের অনুমান, ভারতের ১ শ'টি পারমাণবিক রকেট রয়েছে।

আরেকটি বিষয় উল্লেখ করতে হয়, ভারতের তথ্যপ্রযুক্তি শিক্ষাদানের সুবিধা এবং ইংরেজি ভাষার সুবিধার কারণে দেশটির বেঙ্গালুরু বিশ্বের গুরুত্বপূর্ণ সফ্টওয়ার কেন্দ্রে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির ৩০ শতাংশ কোম্পানির নেতৃত্বেই রয়েছেন ভারতীয়রা। সফ্টওয়ার শিল্পে ভারতীয়দের সাফল্য সত্যি উল্লেখযোগ্য।

আরেকটি বিষয় হল বলিউডের চলচ্চিত্র। ভারতের মুম্বাই-এর বলিউড ইতোমধ্যেই বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র নির্মাণ কেন্দ্রের অন্যতম একটি । তার কোটি কোটি দর্শক আছে। বলিউড ভারত, তথা মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংস্কৃতিতে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। বলিউড ইতোমধ্যেই ভারতের সংস্কৃতির গুরুত্বপূর্ণ এক ধারক ও বাহকে পরিণত হয়েছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040