Web bengali.cri.cn   
প্যান্টের পকেটে মোবাইল ফোন রাখা যায় না
  2014-12-11 16:21:04  cri


আমাদের দৈনন্দিন জীবনের পথ চলায় মোবাইল ফোন খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত অধিকাংশ পুরুষ তাদের মোবাইল ফোনটি প্যান্টের পকেটে রেখেই চলা ফেরা করেন।

কিন্তু এক গবেষণায় জানা গেছে, যেসব পুরুষ সাধারণত তাদের প্যান্টের পকেটে মোবাইল ফোন রাখেন তাদের প্রজননের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

সম্প্রতি যুক্তরাজ্যের এক্সেটর বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা তাদের এক গবেষণায় এ তথ্য পেয়েছেন।

এক্সেটর বিশ্ববিদ্যালয়ের বায়োসায়েন্সের গবেষক ফিয়োনা ম্যাথিউসের নেতৃত্বে একদল গবেষক এ সংক্রান্ত বিগত ১০টি গবেষণার রিভিউ করেন এবং এক হাজার ৪৯২টি নমুনা পর্যবেক্ষণ করেন। মোবাইল ফোন ব্যবহারে ক্ষতির বিষয়টি পরিষ্কারভাবে জানতে এই উদ্যোগ নেন তাঁরা।

ম্যাথিউস স্বীকার করেছেন, তাঁরা যে গবেষণা করেছেন তাতে দেখা গেছে মোবাইল থেকে বের হওয়া রেডিও-ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন শুক্রাণুর গুণগত মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

এর আগে নোবেল বিজয়ী মার্কিন গবেষক বিজ্ঞানী, ডেভরা ডেভিস জানিয়েছেন, বাবা হতে চাওয়া এমন যুবকদের ক্ষেত্রে দেখা গেছে, চালু মোবাইল ফোন সেট চার ঘণ্টা প্যান্টের পকেটে রাখলে, তার শুক্রাণু অর্ধেক কমে যায়।

অন্যদিকে আমেরিকা, ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকদল জানিয়েছেন, মোবাইল ফোন ব্যবহার মারাত্মক টিউমারের সৃষ্টি হয়।

মোবাইল ফোনের তরঙ্গে শুক্রাণুর ক্ষতির ফলে ভবিষ্যৎ প্রজন্ম নানান শারীরিক ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে। এ ব্যাপারটি সত্যিই খুব উদ্বেগজনক। সেজন্য সবাই এখন থেকেই সতর্ক হয়ে যেতে পারেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040