Web bengali.cri.cn   
বিশের সবচেয়ে তরুণী মা ও বিশ্বের সবচেয়ে ছোট ফোনের আলোচনা
  2014-12-30 15:22:48  cri

প্র: দক্ষিণ কোরিয়ার KBS2 টেলিভিশন সম্প্রতি 'Hello' নামক একটি খুবই মজার talkshow প্রচার করেছে। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী এক চরিত্র সবার দৃষ্টি আকর্ষণ করেন। তিনি হলেন ৪৬ বছর বয়সী একজন মা। তবে তাঁকে দেখলে মোটেই মনে হয় না তিনি একজন মা এবং তাঁর বয়স ৪৬।

তিনি দেখতে খুবই তরুণী। তাঁর সাথে এ টিভি শোতে একজন ছেলে অংশ নেন। এ ছেলেকে দেখে সবাই মনে করছেন ছেলেটি ওই চরিত্রের ছোট ভাই। তবে কে জানতো, সে ছেলে ঠিক তাঁর ছেলে। মানে তাদেরকে দেখতে ভাই বোনের মতো মনে হয়, তবে তাদের মধ্যে মা এবং ছেলের সম্পর্ক।

টু: ছেলেটি দর্শকদেরকে বলেন, আমার মায়ের বয়স ৪৬ বছর , তবে মাঝে মাঝে লোকজন ভুল করে মনে করেন তাঁর বয়স মাত্র ২০। আমার একটি মজার অভিজ্ঞতা আছে, একদিন আমি আমার মায়ের সাথে বাজারে গিয়েছি মদ কিনতে, এসময় দোকানের ক্যাশিয়ার মাকে জাতীয় পরিচয় পত্র দেখাতে বলেন। কারণ ক্যাশিয়ার মনে করছেন তাঁর মা একজন অপ্রাপ্তবয়স্ক, তাই মাকে মদ দেবেন না।

প্র: শ্রোতাবন্ধুরা, যদি আপনারা আমাদের এ কথা অবিশ্বাস্য মনে করেন, তাহলে আমাদের ওয়েবসাইট খুলে দেখতে পারেন এ ৪৬ বছর বয়সী তরুণী মায়ের ছবি।

তবে আপনারা কি জানতে চান, তাঁর এ তারুণ্য ধরে রাখার গোপন কৌশল?

টু: প্রকাশ, সম্প্রতি চীনে অনেক মানুষ iphone 6 plus ব্যবহার করছেন, তাই না? আপনি এটাকে কিভাবে দেখেন?

প্র: ... বড়... তবে আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে ছোট ফোন কি?

টু: না তো

প্র: জাপানের কোম্পানি উইলকম আবিষ্কার করেছে Phone Strap 2, এটির ওজন মাত্র ৩২ গ্রাম। সেজন্য তা সারা বিশ্বের সবচেয়ে ছোট ফোনের সুনাম অর্জন করেছে। সাইজ 32mm×70mm×10.7mm, তার একটি 1.0 ইঞ্চি স্ক্রিন রয়েছে। একবার চার্জ করলে তা ১২ দিন চলবে।

বন্ধুরা, এ বিশ্বের সবচেয়ে ছোট ফোনের গল্প আপনাদের কাছে কেমন লাগলো?


সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040