欧美
|
সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু ওয়াং ছুই ইয়াং জিনিয়া।
বন্ধুরা,আজকের 'ইউরোপীয় ও আমেরিকান' সঙ্গীতানুষ্ঠানে আমি আপনাদেরকে Meghan Trainorর গান শোনাবো, কেমন?
Meghan Trainor যুক্তরাষ্ট্রের একজন তরুণ গায়িকা। তার বয়স মাত্র ২১ বছর। চলতি বছর তার প্রথম গানের album প্রকাশিত হয়। আর এই album প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রে তুমুল জনপ্রিয় হয়ে উঠেন তিনি। এখন শুনুন তার গাওয়া Pick me up গানটি।
ভালবাসার জন্য ভাগ্য খুব গুরুত্বপূর্ণ। বলা হয়ে থাকে, ভালবাসা নাকি ভাগ্য দ্বারা নিয়ন্ত্রিত হয়। পশ্চিমা দেশগুলোতে Cupid হচ্ছে Angus। বন্ধুরা, এখন আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত একটি গান শুনবো । গানটির নাম Cupid । গেয়েছেন Gary Trainor।
বন্ধুরা, পৃথিবীতে গুরুত্বপূর্ণ একটি শব্দ হলো বিশ্বাস। তবুও কোনো কোনো দেশের মানুষের ধর্মবিশ্বাস আছে, কোনো কোনো দেশ বা অঞ্চলের মানুষের ধর্মবিশ্বাস নেই। কিন্তু জীবন সবসময়ই সুষ্ঠুভাবে চলে না। অনেক সময়ই আমাদেরকে কিছু না কিছু বিশ্বাস করতে হয় । হ্যাঁ বন্ধুরা, এখন শুনুন Something to believe in গানটি।
Meghan Trainorর গান আমার খুবই প্রিয়। তাঁর গাওয়া গানগুলোর মধ্যে আমার সবচেয়ে প্রিয় গান হলো All about that bass। আমরা এখন একসঙ্গে গানটি শুনবো, ওকে?
বন্ধুরা, বিভিন্ন দেশের Singleদের জীবন যাপনের পদ্ধতি প্রায় একইরকম, তাই না? Meghan Trainorর Single-গানে এরকমই একটি গল্প বর্ণনা করা হয়েছে । তাহলে চলুন গানটি উপভোগ করি, আর সেই সঙ্গে জেনে ফেলি কি বলা হয়েছে গল্পটিতে,কেমন?
Broken Puzzle গানে Meghan Trainor সাহস সম্পর্কিত একটি গল্প বর্ণনা করেছেন। জীবন একটি Broken Puzzleর মত, আমাদের উচিত কোনো কিছুই পরিহার না করা ।
তাহলে চলুন বন্ধুরা, Broken Puzzle গানটি শুনে জেনে ফেলি কি গল্প বর্ণনা করা হয়েছে গানটিতে।
বন্ধুরা, যদি আমি তোমাকে ত্যাগ করি, তুমি কি দুঃখ পাবে? উত্তর চাইলেও Meghan Trainor তা জানতে পারেন না। আর এরকম অনুভূতি নিয়েই তিনি লিখেছেন Shoowap shoowah গানটি। তাহলে শুনুন গানটি, কেমন?
বন্ধুরা, চুম্বন কি এই বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ও মধুর জিনিস? যদি প্রতিদিন ঘুমানোর আগে আমাদের ভালবাসা থেকে একটি চুম্বন পাই তাহলে আমরা নিশ্চয়ই খুব খুশি হবো, আমরা সুন্দর স্বপ্ন দেখবো, তাই না? তাহলে শুনুন Leave a kiss গানটি।
Never ever গানটি খুবই আনন্দের। এ গানে একাকীত্ব ত্যাগ করার একটি গল্প বর্ণনা করা রয়েছে। তাহলে চলুন, এখন একসঙ্গে গানটি শোনা যাক।
বন্ধুরা, আজকের 'ইউরোপীয় ও আমেরিকান' সঙ্গীতানুষ্ঠানের সর্বশেষ গান হলো Window। আশা করি, গানটি বন্ধুরা পছন্দ করবেন।
বন্ধুরা, আজকের 'ইউরোপীয় ও আমেরিকান' সঙ্গীত অনুষ্ঠান এখানেই শেষ । আশা করি গানগুলো আপনাদের পছন্দ হয়েছে। যদি আপনারা ইউরোপীয় ও আমেরিকান গায়ক বা গায়িকার কোনো গান শুনতে আগ্রহী হন, তাহলে আমাদেরকে চিঠি বা ইমেইল পাঠাবেন। আমাদের ইমেইল ঠিকানা: wangcuiyang@gmail.com। চিঠিতে প্রথমে লিখবেন: ইউরোপীয় ও আমেরিকান সঙ্গীত প্রস্তাব। আপনাদের চিঠি বা ইমেইলের অপেক্ষায় রইলাম। আজকের মতো তাহলে এখানেই বিদায় । আগামীতে আবারও আপনাদের সঙ্গে কথা হবে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। যাই চিয়ান। (জিনিয়া ওয়াং)