1004muktarkotha
|
আ: এবং আমি আলিমুল হক।
আ: যশোর জেলার মাহবুব ইমেইলে আমাদেরকে একটি খবর শেয়ার করেছেন। তিনি লিখেছেন, চাঁদে চীনের পাঠানো প্রথম যান সফলভাবে অবতরণ করেছে। এর মধ্য দিয়ে চন্দ্রযানটি চাঁদে প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানের ৩ মাসের অভিযান শুরু করলো। চাঁদে যান পাঠানো বিশ্বের তৃতীয় দেশ হিসেবে নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করলো চীন। দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল চাঁদের বুকে জেড র্যাবিট রোভারের প্রথম পদচারণার ভিডিও ফুটেজ সরাসরি সম্প্রচার করে। ৩৭ বছর আগে যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন শেষবারের মতো চাঁদে যান পাঠিয়েছিল। মহাশূন্য গবেষণায় চীনের জন্য এটা অনেক বড় পদক্ষেপ। চীনা বিজ্ঞানী দল কম্পিউটারের পর্দায় সফল অবতরণের দৃশ্য দেখামাত্র উচ্ছ্বাসে ফেটে পড়েন। ২০২৫ সাল নাগাদ চাঁদের বুকে মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে চীনের। চীনাদের এই সাফল্যে আমারাও আনন্দিত।
আজ আর নয়, সকলের মঙ্গল কামনায়....
মু: বন্ধু মাহবুব, আমাদের খবর শেয়ার করার জন্য ধন্যবাদ জানাই। আশা করি, আপনি নিয়মিত আমাদের চিঠি লিখবেন এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কিত মতামত দেবেন। ধন্যবাদ।
আ: রাজশাহী জেলার দিকদর্শন রেডিও ক্লাবের সভাপতি এ এস ফায়ছাল আহমদ চিঠিতে লিখেছেন, সিআরআইয়ের সবাইকে শুভেচ্ছা। আমরা সিআরআইয়ের অনলাইন পাঠক ও শ্রোতা। আপনাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করি। আপনাদের ওয়েব সাইট খুবই সময় উপযোগী তথ্যপূর্ণ এবং আকর্ষণীয়। ব্যাবহার করাও খুব সহজ। আপনারা রেডিওতে যে অনুষ্ঠান প্রচার করেন সেটা ওয়েবসাইটে অডিও আকারে আপলোড করার পাশাপাশি তা লিখিত আকারে প্রকাশ করেন যা খুবই প্রশংসনীয়। যদি সম্ভব হয় পরিবেশ এবং প্রকৃতি নিয়ে একটি ধারাবাহিক অনুষ্ঠান করা যায় কিনা ভেবে দেখবেন। আমাদের ক্লাবকে সিআরআইয়ের তালিকাভুক্ত করে নেয়ার জন্য এর আগে চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু তা এখনো করা হয়নি। আমার ইমেইলটি পাওয়ার পর আমাদের ক্লাবকে সিআরআইয়ের তালিকাভুক্ত করে নেয়া অনুরোধ করছি।
মু: এ এস ফায়ছাল আহমদ, আপনি এবং আপনার ক্লাবের সদস্যদেরকে নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনা এবং মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই। আশা করি, আপনি আমাদের অনুষ্ঠান এবং ওয়েবসাইট সম্পর্কে আরো বেশি গঠনমূলক মতামত জানাবেন।
আ: বাংলাদেশের কুমিল্লা জেলার আবদুল বাছেত মুকুল চিঠিতে লিখেছেন, প্রাণপ্রিয় জগত্জয়ী ভাইয়া ও আপু, আমি সিআরআই-এর নিয়মিত শ্রোতা। আমার সংসারের কাজের ফাঁকে সিআরআই শুনে থাকি। আমি একজন স্কুল শিক্ষক। সিআরআই শুনতে শুনতে আমি অনেক উত্সাহী হয়ে নিজে একটি রেডিও ক্লাব গঠন করলাম যার নাম দিলাম 'ইন্টারন্যাশনাল সিআরআই নারী জাগরণ রেডিও ক্লাব'। আমার স্কুলের সকল ছাত্রছাত্রী মিলে রেডিও ক্লাবটি গঠন করেছি। আশা নয় বিশ্বাস, আমাদের ক্লাবটি তালিকাভুক্ত করে নিবেন। একটি কথা আছে, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। আর আমাদের ক্লাবের প্রতিপাদ্য হচ্ছে আজকের শিশু আগামী দিনের সিআরআই-এর নিয়মিত লেখক। আমি স্কুল শেষে সকল ছাত্রছাত্রীকে এক ঘণ্টা রাখি। আমি স্কুলে আশার সময় সিআরআইয়ের অনুষ্ঠান শুনে মোবাইলে রেকর্ড করে বড় সাউন্ড বক্সে চালিয়ে তাদেরকে শুনাই। তারা শুনে খুবই আনন্দিত হয় এবং অনেক উল্লাস করে। তাদের ভিতরে নিজেরা নিজেরা সিআরআইকে নিয়ে আলোচনা করে। আমি তাদের আনন্দে উত্সাহিত হয়ে তাদের অনুরোধে 'নারী জাগরণ রেডিও ক্লাব'টি গঠন করি। আমাদের ভাল লাগে মুক্তার কথা, সুরের ধারা, দৃষ্টির সীমানায়, হাল শৈলী, চলুন বেড়িয়ে আসি, চলতি প্রসঙ্গ, এশিয়া টুডে, আলো ছায়া ও চীনা ভাষা শেখার আসর গুলো। আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সিআরআই শুনে আমাদের ভবিষ্যত আলোকিত করে জীবন গড়ে তুলতে পারি। আমরা সিআরআই এর মঙ্গল কামনা করি। আজ এখানে বিদায়, আগামীতে লিখবো।
মু: আবদুল বাছেত মুকুল, আপনার চিঠি আমাদেরকে মুগ্ধ করে। আমি আপনার ক্লাব আমাদের শ্রোতা সংঘের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছি। আশা করি, আপনারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন এবং চিঠি লিখবেন। ধন্যবাদ।
আ: ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাবের মহ: হাফিজুর রহমান ইমেইলে লিখেছেন, প্রথমেই তুলনাবিহীন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের উন্নয়ন, সমৃদ্ধি, সুনাম ও সুখ্যাতি কামনা করি। জ্ঞান বৃদ্ধিতে সহায়ক এই বেতারের প্রতিটি পরিবেশনা, তাই আমি এবং আমাদের শ্রোতা সংঘের সকলেই চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান মনোযোগ সহকারে নিয়মিত শুনে থাকি। প্রতিটি অনুষ্ঠান অত্যন্ত চিত্তাকর্ষক ও উন্নতমানের। আমাদের মনের অনুষ্ঠান, আমাদের প্রাণের অনুষ্ঠান। চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান আমাদের কাছে গর্ব ও আনন্দের সংমিশ্রণ। সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও তরতাজা বিশ্ব সংবাদ এবং চীন ও দক্ষিণ এশিয়া ও চলমান বিশ্ব পরিস্থিতি নিয়ে তথ্য সমৃদ্ধ প্রতিবেদন আর আকর্ষণীয় সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান- এক কথায় অনবদ্য। আমরা দারুণভাবে উপভোগ করি প্রতিটি পরিবেশনা। সেইসাথে আছে চীন আন্তর্জাতিক বেতারের দারুণ জমজমাট ছবিসহ তথ্যপূর্ণ ও বস্তুনিষ্ঠ ওয়েবপেইজ। আছে মতামত, প্রস্তাব ও সমালোচনার সুযোগ। সব মিলিয়ে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান সকলের অত্যন্ত প্রিয়। আপনাদের দুই বেলার মনোগ্রাহী অনুষ্ঠান আর ওয়েবপেইজ আমাদের হৃদয় ও মনে নিয়ে আসে নতুন আমেজ। আমরা সবসময়ই চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের সঙ্গে আছি এবং ভবিষ্যতেও থাকব। সুন্দর ও আকর্ষণীয় অনুষ্ঠান ও ওয়েবপেইজ উপহার দেবার জন্য আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ ও অভিবাদন। অনেক অনেক ভাল থাকবেন, সুন্দর ও সুস্থ থাকবেন। চায় চিয়েন।
মু: মহ: হাফিজুর রহমান, আপনাকে নিয়মিত চিঠি লেখা এবং মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই। আপনার মত এত প্রিয় বন্ধু পেয়ে আমরা খুবই গর্বিত ।
আ: প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যাঁ, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।
মু: আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনুন আর আপনার যে-কোনো মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন চিঠি বা ই-মেইলের মাধ্যমে। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'মুক্তার কথা' অনুষ্ঠান সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই)