Web bengali.cri.cn   
বিশ্বের গুণগতমানসম্পন্ন প্রযুক্তিতে চীনের অবদান বেড়েছে
  2014-11-24 18:41:13  cri
নভেম্বর ২৪: বিশ্বের গুণগতমানসম্পন্ন প্রযুক্তিতে চীনের অবদান বেড়েছে বলে জানিয়েছে চীনের প্রযুক্তি একাডেমী। বর্তমানে সারা বিশ্বে চীনের প্রকাশিত নিবন্ধের সংখ্যা যুক্তরাষ্ট্র ও ইইউ'র পর তৃতীয় স্থানে রয়েছে। যা মোট পরিমাণের ১৪ শতাংশ। গত শতকের ৮০ দশকে এ হার ১ শতাংশ কম ছিল। চীনের প্রযুক্তি একাডেমির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ন্যাচার পাবলিশিং গ্রুপের সৃষ্ট ডবলিউ এফ সি সূচক অনুসারে ২০১৩ সালে একাডেমির প্রকাশিত নিবন্ধের মার্কস ছিলো ১২০৯.৪৬, যা যুক্তরাষ্ট্রের হাভার্ড বিশ্ববিদ্যালয়ের তুলনায় ৩৫৭.৩৪ পয়েন্ট বেশি। সে বছর চীনের প্রযুক্তি একাডেমি এক্ষেত্রে প্রথম অবস্থানে ছিল। বিশেষ করে রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা, পৃথিবী ও পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে চীন প্রযুক্তি একাডেমী প্রথম স্থানে রয়েছে।

(ওয়াং তান হোং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040