Web bengali.cri.cn   
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মনুষ্যবাহী মহাকাশযান পাঠিয়েছে রাশিয়া
  2014-11-24 18:28:08  cri
নভেম্বর ২৪: রাশিয়ার মহাকাশ বিভাগ কাজাখস্থানের বায়কুনার উৎক্ষেপণ কেন্দ্র থেকে টিএমএ-১৫এম আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠিয়েছে। আজ (সোমবার) 'সয়ুজ-এফজি রকেট দিয়ে মনুষ্যবাহী মহাকাশযানটি পাঠানো হয়।

রাশিয়ার ফেডারেল অধিদপ্তরের খবর অনুসারে 'সয়ুজ-এফজি রকেটটি স্থানীয় সময় বারোটা এক মিনিটে নিক্ষেপ করা হয়। মহাকাশযানটি ৬ ঘণ্টা পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মডিউল ওয়ান কার্গোর সঙ্গে যুক্ত হয়।

মহাকাশযানটিতে তিনজন নভোচারী রয়েছেন। তারা মহাকাশে ১৬৯ দিনে শতাধিক বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাবেন।

(ওয়াং তান হোং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040