Web bengali.cri.cn   
মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজাকার মোবারকের ফাঁসির আদেশ
  2014-11-24 15:33:47  cri
নভেম্বর ২৪: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার কমান্ডার মোবারক হোসেনের ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ (সোমবার) বিচারপতি ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন । ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন-বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক।

মোবারকের বিরুদ্ধে আনীত পাচঁটি অভিযোগের মধ্যে ১ নম্বর অভিযোগে ফাঁসির দণ্ড দেন আদালত এবং ৩ নম্বর অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

চূড়ান্ত রায় ঘোষণার আগে ৯২ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্ত অংশ পড়ে শোনানো হয়। রায় ঘোষণার জন্য সকাল সাড়ে ৯টার দিকে আসামি মোবারককে পুলিশের একটি প্রিজন ভ্যানে করে কারাগার থেকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। (টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040