Web bengali.cri.cn   
আফগান শান্তি প্রক্রিয়ায় রাশিয়ার অন্তর্ভুক্তি চায় পাকিস্তান
  2014-11-24 14:59:05  cri
নভেম্বর ২৪: আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ায় রাশিয়ার অন্তর্ভুক্তি চায় পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ শনিবার দেশটির ইংরেজি দৈনিক ডনকে এ কথা বলেন।

তিনি বলেন, আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর দেশটির নিরাপত্তা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে । এ অবস্থায় আফগান শান্তি প্রক্রিয়ায় রাশিয়ার অন্তর্ভুক্তি চায় পাকিস্তান।

তিনি আরো বলেন, অতীতে রাশিয়া কি করেছে আমাদেরকে অবশ্যই তা ভুলে যেতে হবে এবং এ অঞ্চলে নতুন অধ্যায় শুরু করতে হবে। তিনি বলেন, রাশিয়া ও চীনের উপস্থিতির কারণে এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রয়েছে। আর এ কারণেই পেইচিং, মস্কো ও ইসলামাবাদের কৌশলগত সম্পর্ক আরো ঘনিষ্ঠ হচ্ছে। (টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040