Web bengali.cri.cn   
চীনের খাংডিং ভূমিকম্পে ৫ জন নিহত
  2014-11-24 14:52:30  cri
নভেম্বর ২৪: গতকাল (রোববার) সন্ধ্যা আটটা পর্যন্ত চীনের সিছুয়ানের খাংডিংয়ে ২২ নভেম্বর সংঘটিত ভূমিকম্পে ৫ জন নিহত ও ৫৪ জন আহত হয়েছে। ভূমিকম্পের দরুন খাংডিং, তাওফু, ডানবা, চিউলোং, লুডিং ও ইয়াচিয়াং সহ ছয়টি জেলার ৫৫টি থানা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭৯ হাজার লোক দুর্গত হয়েছে। বর্তমানে উদ্ধার কাজ সুশৃঙ্খলভাবে চলছে।

জানা গেছে, গুরুতর দুর্গত তোলা গ্রামের মোবাইল ফোনের সংকেত স্বাভাবিক হয়েছে। বিদ্যুতও সরবরাহ হচ্ছে। জরুরি টেলিযোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার গাড়ি ঘটনাস্থলে কাজ করছে।

মুইয়া জুছিং স্কুল হচ্ছে কানজি বিভাগের খাংডিং জেলার সবচেয়ে বড় স্কুল। এ স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা ১৮২৮ জন। এ স্কুলের ভবনগুলো গুরুতরভাবে বিধ্বস্ত হয়েছে। সব ছাত্রছাত্রীদেরকে শিক্ষকদের সঙ্গে নিরাপদ স্থানে বসানো তাঁবুতে স্থানান্তর করা হয়েছে। চিকিত্সকরা সর্দিকাশিতে আক্রান্ত ছাত্রদেরকে ঔষধ দিচ্ছেন।

খবর পাওয়া পর্যন্ত ১১টি চিকিত্সক দল দুর্গত অঞ্চলে পৌঁছেছে। প্রদেশ, বিভাগ ও জেলার বিভিন্ন চিকিত্সা সংস্থার মোট ৮৮৬ জন চিকিত্সক ও ১০৪ জন মহামারী প্রতিরোধ কর্মী দুর্গত অঞ্চলে উদ্ধার ও মহামারী প্রতিরোধে কাজ করছেন। (ইয়ু/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040