Web bengali.cri.cn   
ইমরান খানকে ইসলামাবাদে সমাবেশ করতে দেওয়া হবে না: পাক স্বরাষ্ট্রমন্ত্রী
  2014-11-23 19:38:44  cri

নভেম্বর ২৩: পাকিস্তানের সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার ইমরান খানের দল তেহরিক ই ইনসাফ (পিটিআই)-কে আগামী ৩০ নভেম্বর ইসলামাবাদের ডি-চকে সমাবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নিসার আলি খান। তিনি শনিবার তাক্সিলায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন। খবর ডন ডটকমের।

সাংবাদিকদের তিনি জানান, সমাবেশ করতে হলে পিটিআইকে জেলা প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে। তিনি বলেন, কাউকেই ইসলামাবাদের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে দেওয়া হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী এসময় পিটিআই নেতা ইমরান খানকে আলোচনার টেবিলে বসারও আহ্বান জানান।

পাক স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, চাপ প্রয়োগের কৌশল বাদ দিয়ে আলোচনার মাধ্যমে সকল ইস্যুর সমাধান করা উচিত। ৩০ নভেম্বরে সরকারি প্রতিষ্ঠানসমূহে হামলা হবার আশঙ্কা স্পষ্ট হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আগেভাগেই ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও তিনি হুঁশিয়ার করে দেন। (আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040