Web bengali.cri.cn   
আঙ্কারায় তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন ভাইস-প্রেসিডেন্টের বৈঠক; আইএস ও সিরিয়া প্রসঙ্গে আলোচনা
  2014-11-23 19:19:19  cri
নভেম্বর ২২: গতকাল (শনিবার) আঙ্কারায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইইপ এরদোগানের সঙ্গে এক বৈঠকে মিলিত হন সফররত মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জোসেফ বাইডেন। এসময় দু'নেতা আইএস ও সিরিয়া প্রসঙ্গে আলোচনা করেন।

বৈঠকে বাইডেন বলেন, আইএস দমনে তুরস্কের যথাযথ সমর্থন প্রয়োজন। ইরাক ও সিরিয়ায় বিদেশি শক্তির অনুপ্রবেশ ঠেকাতে তার দেশ চেষ্টা করছে বলেও জানান মার্কিন ভাইস-প্রেসিডেন্ট।

জবাবে তুর্কি প্রেসিডেন্ট বলেন, এতদঞ্চলের শান্তি ও নিরাপত্তার স্বার্থে তার দেশ আইএস দমনে যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা করে যাবে।

উল্লেখ্য, তিনদিনের এক রাষ্ট্রীয় সফরে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট শুক্রবার তুরস্কে পৌঁছান। (ছাই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040