Web bengali.cri.cn   
উত্তর কোরিয়ায় মানবাধিকার সংক্রান্ত জাতিসংঘ প্রস্তাব প্রত্যাখ্যান করলো পিয়ং ইয়ং
  2014-11-23 18:55:37  cri
নভেম্বর ২৩: জাতিসংঘে গৃহীত উত্তর কোরিয়ায় মানবাধিকার পরিস্থিতি সংক্রান্ত সাম্প্রতিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পিয়ং ইয়ং। আজ (রোববার) দেশটির প্রতিরক্ষা কমিটি এক বিবৃতিতে বলেছে, এ প্রস্তাবকে 'পুরোপুরি প্রত্যাখ্যান' করেছে উত্তর কোরিয়া।

বিবৃতিতে দাবি করা হয় যে, প্রস্তাবটি মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র তা নিপূণভাবে ব্যবহার করে উত্তর কোরিয়ার স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টি করে চলেছে। মানবাধিকারের অজুহাতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে চালিত যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের অপতত্পরতার উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। (প্রেমা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040