Web bengali.cri.cn   
প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের বিভিন্ন দ্বীপরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পাঁচ দফা প্রস্তাব পেশ
  2014-11-22 19:17:51  cri
নভেম্বর ২২: প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্রগুলোর সাথে চীনের সম্পর্ক উন্নয়নে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি আজ (শনিবার) ফিজির শহর নাদিতে দ্বীপরাষ্ট্রগুলোর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরেন।

বৈঠকে সি চিন পিং বলেন, প্রশান্ত মহাসগরীয় অঞ্চল অনেক দূরে হওয়া সত্ত্বেও চীন গত শতকের ৭০-এর দশকে এ অঞ্চলের ৮টি দ্বীপরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে। দেশগুলোর সাথে চীনের সম্পর্ক সুসংবদ্ধ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সম্পর্কের আরো উন্নয়নে আমাদেরকে পারস্পরিক সম্মান ও যৌথ উন্নয়নের ভিত্তিতে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তুলতে হবে; ঊর্ধ্বতন পর্যায়ের আদান-প্রদান জোরদার করতে হবে; বাস্তব সহযোগিতা গভীরতর করতে হবে; সাংস্কৃতিক আদান-প্রদান জোরদার করতে হবে এবং বহুপক্ষীয় সমন্বয় ব্যবস্থা জোরদার করতে হবে।

বৈঠকে ফিজির প্রধানমন্ত্রী ফ্রাঙ্ক বাইনিমারামা, মাইক্রোনেশিয়ার প্রেসিডেন্ট ম্যানি মোরি, সামোয়ার প্রধানমন্ত্রী তুইলায়েপা মালিয়েলেগাই, পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী মিখায়েল অগিও, ভানুয়াতু'র প্রধানমন্ত্রী জোয়ে নাতুমান, কুক দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী হেনরি পুনা, টোঙ্গার প্রধানমন্ত্রী সিয়েল আতাওঙ্গো তুইভাকা এবং নিউয়ে'র প্রধানমন্ত্রী তোকে তালাগি অংশগ্রহণ করেন। (ওয়াং তান হোং/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040