Web bengali.cri.cn   
রাষ্ট্রীয় সফরে নিউজিল্যান্ড পৌঁছেছেন সি চিন পিং
  2014-11-20 19:31:14  cri

নভেম্বর ২০: অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় সফর শেষ করে গতকাল(বুধবার) নিউজিল্যান্ড পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি ও গভর্নর জেনারেল জেরি ম্যাটাপ্যারেই-এর আমন্ত্রণে দেশটিতে রাষ্ট্রীয় সফরে যান চীনের প্রেসিডেন্ট।

এদিন স্থানীয় সময় রাত ১১টায় সি চিন পিংয়ের বিশেষ বিমান অকল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি ও তাঁর স্ত্রী, দেশটির গভর্নর জেনারেলের প্রতিনিধি, অকল্যান্ডের মেয়র লেন ব্রাউনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে প্রেসিডেন্ট সি চিন পিং ও তাঁর স্ত্রী ফাং লি ইউয়ানকে স্বাগত জানান।

এসময় সি চিন পিং চীনা জনগণের পক্ষ থেকে নিউজিল্যান্ডের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪২ বছরে চীন ও নিউজিল্যান্ডের সম্পর্কের অনেক অগ্রগতি হয়েছে। এই সম্পর্ক দু'দেশের জনগণের অনেক কল্যাণ বয়ে এনেছে এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে ইতিবাচক অবদান রেখেছে। আমি নিউজিল্যান্ডের নেতা ও বিভিন্ন মহলের সঙ্গে চীন-নিউজিল্যান্ড সম্পর্কের উন্নয়নের জন্য একটি পরিকল্পনা প্রণয়নের প্রত্যাশা করি। এবারের সফরের মাধ্যমে দু'পক্ষের রাজনৈতিক পারস্পরিক আস্থা, বাস্তব সহযোগিতা ও জনগণের মধ্যে মৈত্রী বৃদ্ধি পাবে বলেও উল্লেখ করেন তিনি। (শিশির/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040