Web bengali.cri.cn   
সি চিন পিং ও নিউজিল্যান্ডের গভর্নর মেটপারায়ের বৈঠক
  2014-11-20 19:03:11  cri

নভেম্বর ২০: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (বৃহস্পতিবার) ওয়েলিংটনে নিউজিল্যান্ডের গভর্নর জেরি মেটপারায়ের অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নিউজিল্যান্ড সফর উপলক্ষে গভর্নর ভবনের সামনের লনে মাওরি জাতির ঐতিহ্যবাহী অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিউজিল্যান্ডের সম্মানিত অতিথিদের অভ্যর্থনার সর্বোচ্চ অনুষ্ঠান এটি।

অভ্যর্থনা অনুষ্ঠানের পর সি চিন পিং দম্পতি মেটপারায় দম্পতির সঙ্গে আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে বৈঠক করেন। সি চিন পিং বলেন, "নিউজিল্যান্ড সফর করতে পেরে আমি খুব আনন্দিত। চীন ও নিউজিল্যান্ড হচ্ছে ভালো বন্ধু রাষ্ট্র। ভিন্ন রাজনৈতিক ব্যবস্থা, ঐতিহাসিক সংস্কৃতি ও উন্নয়ন পর্যায়ের দেশগুলো সম্পর্কের ক্ষেত্রে চীন ও শিল্পোন্নত দেশের সম্পর্ক দৃষ্টান্তে পরিণত হয়েছে। আমি আশা করি, এবারের সফরের মাধ্যমে দু'দেশের সম্পর্কের পরিকল্পনা প্রণয়ন করবো, দু'দেশের সম্পর্কের আরো ভালো ফলাফল অর্জনের চেষ্টা চালাবো, যা জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে।

অন্যদিকে নিউজিল্যান্ড ও চীনের সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়, সাংস্কৃতিক লেনদেন বাড়ানো এবং দু'দেশের জনগণের মৈত্রী গভীরতর হওয়ার আশা প্রকাশ করেন মেটপারায়ে। (ইয়ু/তৌহিদ)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040