Web bengali.cri.cn   
কম দামে চালকবিহীন গাড়ি শিগগিরই বাজারে
  2014-11-20 11:16:31  cri


আপনি কি কখনও ভেবেছেন, কিছুদিন পরই কোনো এক দিন এমন একটি বুদ্ধিমান গাড়ি স্বয়ংক্রিয়ভাবে চালিয়ে আপনাকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে। এটা চিন্তা করার দিন শেষ। আমাদের এ অনুষ্ঠানে বাস্তবে চালকবিহীন গাড়ির কথা জানিয়েছিলাম আমরা। কিন্তু চালকবিহীন গাড়ি কবে আসবে? অনেকে হয়ত ধারণা করেছেন যে, এটা দূরবর্তী কোন এক ভবিষ্যতে হয়তো আসবে। কিন্তু অস্ট্রেলিয়ার গবেষকেরা আশার আলো দেখিয়েছেন। তারা বলছেন, এ ধরনের গাড়ি হাতে পেতে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। এক দশক অর্থাত্ ১০ বছরের মধ্যেই চালকবিহীন গাড়ি বাজারে চলে আসবে। আবার অনেকে বলছেন, এ ধরণের গাড়ি আসলেও তা খুব দামী হবে, যা কেনা অনেকের পক্ষে সম্ভব হবে না। এখন সবাইকে সুসংবাদ দিয়ে গবেষকেরা বলছেন, গাড়ি সহজলভ্য হবে, দামও থাকবে হাতের নাগালে, অর্থাত্ সাশ্রয়ী দামেই চালকবিহীন গাড়ি পাওয়া যাবে। তাঁরা বলছেন, গাড়ির জন্য তাঁদের উদ্ভাবিত 'আইস অ্যান্ড এয়ারস' প্রযুক্তির কল্যাণেই কম দামে চালকবিহীন গাড়ি শিগগিরই বাজারে আনা সম্ভব হবে।

অস্ট্রেলিয়ার পার্থের কারটিন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা গাড়িতে কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত করার চেষ্টা করছেন। গাড়িতে সংযুক্ত বিভিন্ন সেনসর থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে তা বিশেষ একটি অ্যালগরিদমের মাধ্যমে কাজে লাগানোর পদ্ধতি নিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা। তাঁরা দাবি করেছেন, তাঁদের উদ্ভাবিত পদ্ধতিতে গাড়ির জন্য দরকারি অর্থপূর্ণ তথ্য কাজে লাগাতে পারবে চালকবিহীন গাড়ি, যা পরিবেশ-পরিস্থিতি বুঝতে এবং রাস্তায় যেসব বাধার মুখে পড়তে হয় সেগুলোকেও অতিক্রম করতে পারবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040