Web bengali.cri.cn   
আকাশের সাথে ২০১৪-১১-১৭
  2014-11-17 10:41:23  cri


















ট: প্রিয় শ্রোতাবন্ধুরা, da jiahao! আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন 'আকাশের সাথে'। আর এ আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছি আমি এনামুল হক টুটুল এবং আমি শিয়েনেন আকাশ।

ক: বন্ধুরা, কেমন আছেন আপনারা? গত সপ্তাহের অনুষ্ঠানে চীনের থাইশান পাহাড়ের গল্প কেমন লেগেছে আপনাদের? আশা করি ভাল। হ্যাঁ বন্ধুরা, সুযোগ হলে আপনারও চীনে আসবেন এবং থাইশান পাহাড়ে ভ্রমণে যাবেন, এই আশা ব্যক্ত করছি।

ট: আচ্ছা ভাইয়া, তোমার কাছে একটি জিনিস জানতে চাই। তাহলো, তুমি বাংলাদেশে থাকার সময় সন্ধ্যার সময় কি কি করেছো বা কিভাবে বিকেলের সময়টা কাটিয়েছো?

ক: আমি অনেক সময় সিনেমা দেখেছি, তারপর উত্তরার তের নম্বর সেক্টরের একটি পার্কে শরীর চর্চা করেছি। এভাবে সারা সন্ধ্যা পার করেছি ।

ট: তুমি কি কি সিনেমা দেখেছো? আমাদেরকে কি একটু বলতে পারো?

ক: সব ধরনের সিনেমা দেখেছি । বিশেষ করে আমাদের বাংলা ভাষার সিনেমা।

ট: খুবই ভাল। আচ্ছা, তাহলে তোমার সবচেয়ে পছন্দের বাংলা সিনেমা কোনটি?

ক: একটি কলকাতার বাংলা সিনেমা, নাম হচ্ছে 'শ্যাডো অব টাইম'। এটি একটি ভালবাসা সংক্রান্ত সিনেমা। খুবই দু:খের ব্যাপার হলো প্রেমিক প্রেমিকা অবশেষে আলাদা হয়ে যায়। একদিন পূর্বের কাজ করার কারখানায় তাদের দেখা হয়, যখন তাদের দেখা হয় তখন তারা বৃদ্ধ। লোকটি তখন ঐ মহিলাকে না চেনার ভান করে । আসলে খুবই দু:খের একটি সিনেমা। কিন্তু এই সিনেমা আমাকে একটি জিনিস শিখিয়েছে, তাহলো আমাদেরকে সবসময়ই আমাদের আস্থার প্রতি এবং আমাদের ভালবাসার প্রতি শক্ত থাকতে হবে । আমাদের সারা জীবনে সত্যিকারের ভালবাসা হয়তো একবারই আসে । যদি আমরা এটিকে ধরে রাখতে না পারি তাহলে আমাদেরকে চিরদিন অনুতাপ এবং দু:খ প্রকাশ করতে হবে ।

ট: আসলে ভাইয়া, জীবনে সত্যিকারের ভালবাসা খুবই গুরুত্বপূর্ণ। ভালবাসায় যদি বিশ্বাস, আস্থা না থাকে তাহলে সেটিকে সত্যিকারের ভালবাসা বলা যায় না। দু'টি হৃদয় যখন সত্যিকারভাবেই এক হয়ে যায় তখন আমরা তাকে সত্যিকারের ভালবাসা বলতে পারি, তাইনা? যেখানে প্রতারণা, বিশ্বাসঘাতকতা, স্বার্থপরতা থাকে তাকে আমরা নিশ্চয়ই সত্যিকারের ভালবাসা বলতে পারিনা।

গান:

সিনেমার অভিজ্ঞতা:(লাইভ)

সিনেমা নিয়ে আলোচনা: (লাইভ)

ট: বন্ধুরা, আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। আপনারা যদি নিজেদের কোনো কথা আমাদের সাথে শেয়ার করতে চান বা কোনো কথা বলতে চান, তাহলে আমাদের কাছে টেলিফোন করতে পারেন বা ইমেইল করতে পারেন। আমাদের টেলিফোন নম্বর হচ্ছে: ০০৮৬১০৬৮৮৯২৪২০ এবং আমাদের ইমেইল হচ্ছে enamulhoquetutul@yahoo.com.

ক: বন্ধুরা, এবার তাহলে বিদায়। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। আপনারা সবসময়ই আমাদের মনে, আমাদের হৃদয়ে, আমাদের আত্মায়।

ট: হ্যাঁ বন্ধুরা, জীবনে মরণে আমরা কখনো পৃথক হবো না। চাই চিয়েন । (আকাশ/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040