Web bengali.cri.cn   
এপেকের ২২তম অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে 'এপেক প্রতিষ্ঠার ২৫তম বার্ষিক ঘোষণা' ও 'পেইচিং কর্মসূচি' প্রকাশিত
  2014-11-12 18:19:44  cri
নভেম্বর ১২: গতকাল (মঙ্গলবার) চীনের রাজধানী পেইচিংয়ে এপেক নেতাদের ২২তম অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে 'এপেক প্রতিষ্ঠার ২৫তম বার্ষিক ঘোষণা' এবং 'পেইচিং কর্মসূচি' প্রকাশিত হয়।

ঘোষণায় বলা হয়েছে, ২৫ বছর ধরে এপেক এতদঞ্চলের অর্থনীতি, জীবিকা, বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ পরিস্থিতির উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। এর মাধ্যমে এশিয়ার আর্থিক সংকট এবং আন্তর্জাতিক আর্থিক সংকটের কঠোর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলেই এপেক বর্তমানে বিশ্ব অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত হয়েছে।

অন্যদিকে, পেইচিং কর্মসূচিতে বলা হয়েছে, এপেক শীর্ষ সম্মেলনে 'এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অংশীদারি সম্পর্কের মাধ্যমে ভবিষ্যত গড়া', 'আঞ্চলিক অর্থনীতির একীকরণ প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া', 'অর্থনৈতিক সৃজনশীলতা ও উন্নয়ন জোরদার, সংস্কার ও বৃদ্ধি' এবং 'সার্বিক অবকাঠামো ব্যবস্থা ও পারস্পরিক টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন'সহ গুরুত্বপূর্ণ বিষয়ে নেতৃবৃন্দ একমত হয়েছেন। (ওয়াং হাইমান/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040