Web bengali.cri.cn   
চীন-যুক্তরাষ্ট্র নতুন ধরনের বড় রাষ্ট্রের সম্পর্ক গড়ে তুলতে প্রেসিডেন্ট সি'র ৬-দফা প্রস্তাব
  2014-11-12 17:53:40  cri
নভেম্বর ১২: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (বুধবার) মহা গণভবনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকে দু'দেশের মধ্যে নতুন ধরনের বড় রাষ্ট্রের সম্পর্ক গড়ে তুলতে ৬-দফা প্রস্তাব তুলে ধরেন।

প্রেসিডেন্ট সি'র ৬টি প্রস্তাব হচ্ছে: দু'দেশের মধ্যে উচ্চ পর্যায়ের যোগাযোগ ও কৌশলগত পারস্পরিক আস্থা জোরদার করতে হবে; পারস্পরিক সম্মানের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা করতে হবে এবং মতভেদ সত্ত্বেও পরস্পরের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে সম্মান দেখাতে হবে; বাণিজ্য, সন্ত্রাস দমন, আইন ব্যবস্থাপনা, জ্বালানি, স্বাস্থ্য, অবকাঠামোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক বিনিময় ও সহযোগিতা গভীরতর করতে হবে; দ্বিপাক্ষিক সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়নের স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত ইস্যুগুলো আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানে উদ্যোগী হতে হবে; এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য দু'পক্ষকে সহনশীল কূটনীতি চালাতে হবে; এবং ইরানের পরমাণু সমস্যা, কোরীয় উপদ্বীপ সমস্যা, আফগান সমস্যাসহ বিভিন্ন আঞ্চলিক সমস্যার সমাধান এবং সন্ত্রাস দমন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সংক্রামক রোগ প্রতিরোধসহ বিভিন্ন বৈশ্বিক সমস্যা মোকাবিলায় দু'দেশের মধ্যে যোগাযোগ, সমন্বয় ও সহযোগিতা আরো জোরদার করতে হবে। (ওয়াং হাইমান/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040