Web bengali.cri.cn   
প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকের অপেক্ষায় রয়েছি: বারাক ওবামা
  2014-11-11 17:43:09  cri
নভেম্বর ১১: মার্কিন প্রেসিডেন্ট ওবামা বলেছেন, তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর সঙ্গে বৈঠকের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। যুক্তরাষ্ট্র সময় রোববার চীন সফরের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার প্রাক্কালে গণমাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন। তিনি বলেন, চীনের প্রেসিডেন্টের সঙ্গে তার আসন্ন বৈঠক দু'দেশের জন্য বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বের সম্পর্ক সম্প্রসারণের ভালো সুযোগ এনে দেবে। যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ চীন চায় বলেও তিনি এসময় উল্লেখ করেন।

সাক্ষাত্কারে প্রেসিডেন্ট ওবামা চীন-মার্কিন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ৩৫ বছরে এ ক্ষেত্রে অর্জিত বিরাট সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। দু'দেশের মধ্যে কিছু কিছু বিষয়ে মতভেদ আছে উল্লেখ করে তিনি বলেন, সেসব সমস্যা নিয়ে প্রেসিডেন্ট সি'র সঙ্গে তার আন্তরিক ও খোলামেলা আলোচনা হবে বলে তিনি আশা করেন।

ওবামা আরো বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে চীনের ইতিবাচক ভূমিকাকে সমর্থন করে তার দেশ। যুক্তরাষ্ট্র ও চীনকে পরস্পরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হিসেবে আখ্যায়িত করে তিনি আশা প্রকাশ করেন, দু'দেশের বাণিজ্যিক সম্পর্ক আরো সম্প্রসারিত হবে।(শুয়েই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040