Web bengali.cri.cn   
এপেকের ২২তম অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলন শুরু
  2014-11-11 17:00:10  cri

নভেম্বর ১১: এপেকের ২২তম অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলন আজ (মঙ্গলবার) সকালে পেইচিংয়ের ইয়ানছিহু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়। সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ এপেকের ২১টি সদস্যরাষ্ট্রের নেতৃবৃন্দ অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে: যৌথভাবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অংশীদারিত্বের সম্পর্কের ভবিষ্যত গড়া। সম্মেলনের তিনটি মূল আলোচ্য বিষয় হচ্ছে: আঞ্চলিক অর্থনীতির একীকরণ দ্রুততর করা; এতদঞ্চলের অর্থনীতির উদ্ভাবন, সংস্কার ও প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করা; এবং অবকাঠামো ও যোগাযোগের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করা।

উল্লেখ্য, 'এপেক' হচ্ছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শীর্ষ পর্যায়ের এবং সবচেয়ে প্রভাবশালী অর্থনৈতিক সহযোগিতা সংস্থা। এর উদ্দেশ্য হল, অবাধ বাণিজ্যের মাধ্যমে এতদঞ্চলের দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা।(শুয়েই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040