Web bengali.cri.cn   
চীন ও পাকিস্তান ভালো বন্ধু ও অংশীদার: নেওয়াজ শরিফের সঙ্গে বৈঠকে সি চিন পিং
  2014-11-08 18:35:50  cri

নভেম্বর ৮: চীন ও পাকিস্তান পরস্পরের ভালো বন্ধু ও অংশীদার। আজ (শনিবার) পেইচিংয়ে পাকিস্তানের সফররত প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। এসময় তিনি চীনে আয়োজিত পারস্পরিক সহযোগিতা ও বিনিময় জোরদার বিষয়ক অংশীদারি সম্পর্ক সংলাপে প্রধানমন্ত্রী শরিফকে স্বাগত জানান।

চলতি বছরের ফেব্রুয়ারিতে পাক প্রেসিডেন্টের চীন সফরের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, তখন দু'পক্ষ পারস্পরিক সম্পর্ক জোরদারের ব্যাপারে গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌছায়।

গত সেপ্টেম্বরে তার মালদ্বীপ, শ্রীলংকা, ভারত সফরের কথা স্মরণ করে প্রেসিডেন্ট সি আরো বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর উন্নয়নস্পৃহা তিনি উপলব্ধি করতে সক্ষম হয়েছেন। তার দেশ পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক অর্থনৈতিক করিডোর নির্মাণ এবং এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতা আরো জোরদার করতে চায় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা, শান্তি ও উন্নয়নের স্বার্থে তার দেশ আফগান শান্তি প্রক্রিয়ার অগ্রগতির জন্য পাকিস্তানের সাথে সহযোগিতা করতে ইচ্ছুক। তিনি আশা করেন, পাকিস্তানে অবস্থানকারী চীনা নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তায় পাক সরকার সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করবে।

জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তার দেশ ও জনগণ প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আসন্ন ইসলামাবাদ সফরের প্রতিক্ষায় রয়েছে। তিনি বলেন, চীনের সাথে কৌশলগত সহযোগিতা জোরদার করা তার দেশের কূটনীতির ভিত্তি। কেন্দ্রীয় স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে পাকিস্তান আগের মত ভবিষ্যতেও চীনকে সমর্থন দিয়ে যাবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

তার চলতি সফরে কয়েকটি দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে উল্লেখ করে নেওয়াজ শরিফ আরো বলেন, এসব চুক্তি তার দেশের জ্বালানি সমস্যার সমাধান এবং অর্থনীতির উন্নয়নের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তার দেশ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় চীনের সাথে যৌথভাবে কাজ করতে আগ্রহী বলেও পাক প্রধানমন্ত্রী উল্লেখ করেন।(শুয়েই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040