Web bengali.cri.cn   
মুক্তার কথা-১৩ সেপ্টেম্বর
  2014-11-07 18:59:00  cri


মু: সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন সুদূর পেইচিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা।

আ: সঙ্গে আছি আমি আলিমুল হক।

মু: বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে চীনের ইউননান প্রদেশের অর্থনীতি, পর্যটন সম্পদ, শিক্ষার পরিবেশ ও বৈদেশিক বাণিজ্য সম্পর্কিত কিছু তথ্য জানাবো।

......

বন্ধুরা, আপনারা কি ইউননান প্রদেশ সম্পর্কে আরো তথ্য জানতে চান? তাহলে আমাদেরকে চিঠি বা ইমেলে প্রশ্ন করতে পারেন। আমি পরের অনুষ্ঠানে অবশ্যই আপনাদের প্রশ্নের জবাব দিবো। যদি আপনাদের কেউ ইউননান ভ্রমণ করে থাকেন, তাহলে আপনাদের অভিজ্ঞতা আমাদের লিখে পাঠান। আমরা মুক্তার কথা অনুষ্ঠানে তা পড়ে শোনাবো। আপনাদের লেখার অপেক্ষায় রইলাম।

আ: তো, সুপ্রিয় শ্রোতা, আজকের প্রথম চিঠি লিখেছেন, বাংলাদেশের রাজশাহী জেলার মোঃ উজ্জল হোসেন। তিনি তার ইমেলে লিখেছেন: সুপ্রিয় CRI, সর্ব প্রথমে জানাই আমার অন্তর থেকে অনেক অনেক প্রাণ ঢালা প্রীতি ও শুভেচ্ছা। গত অনুষ্ঠানে আমার চিঠির উত্তর পেয়ে খুব আনন্দিত হয়েছি। আমি CRI পরিবারের একজন পুরাতন শ্রোতা। আমার সবচেয়ে বেশি ভাল লাগে 'মুক্তার কথা' অনুষ্ঠান। এরকম সুন্দরভাবে অনুষ্ঠান প্রচার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। পরিশেষে আপনাদের সুস্বাস্হ্য কামনা করছি। ভাল থাকবেন।

মু: মোঃ উজ্জল হোসেন, আপনাকে আমাদের অনুষ্ঠানের প্রশংসা করার জন্য ধন্যবাদ জানাই। আশা করি, আপনি আরো গঠনমূলক মতামত দিবেন আমাদেরকে।

আ: পাবনা জেলার পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাবের হাবিবা আক্তার তাবাসসুম আমাদের একটি ছড়া লিখে পাঠিয়েছেন। আমি এখানে শ্রোতাদেরকে তা পড়ে শোনাচ্ছি।

টাপুর টুপুর

দেখলে মেঘের ছুটাছুটি

মনটা যে যায় ভরে,

টাপুরটুপুর শব্দ করে

বৃষ্টি শুধুই ঝরে ।

সূর্য মামা যায় হারিয়ে

মেঘমালারই মাঝে

বৃষ্টি পড়ে টাপুরটুপুর

পড়ে সকাল সাঁঝে ।

মু: বন্ধু হাবিবা আক্তার তাবাসসুম, আপনাকে ছড়া পাঠানোর জন্য ধন্যবাদ জানাই। আপনার ছড়াটি আমাদের ভালো লেগেছে। আশা করি শ্রোতাদেরও ভালো লেগেছে। আমরা চাই, আপনার মতো অন্য শ্রোতারাও ছড়া-কবিতা লিখে আমাদের পাঠাবেন। আমরা মুক্তার কথা আসরে সেগুলো পড়ে শোনার চেষ্টা করবো।

আ: বাংলাদেশের ভোলা জেলার "বাংলাদেশ বাঁধন" রেডিও শ্রোতা সংঘের সভাপতি মো: ফোরকান অভি তার ইমেলে লিখেছেন: শুরুতেই ধন্যবাদ জানাই CRI পরিবারের সবাইকে এতো সুন্দর ও শিক্ষামুলক অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। কেমন আছেন? আমি অনেক আগে থেকেই CRI-এর অনুষ্ঠান নিয়মিত শুনে আসছি। বলতে পারেন পুরোনো শ্রোতা, কিন্ত নতুন পত্রলেখক। CR-এর প্রতি ভালবাসা আমাকে লিখতে উৎসাহ যুগিয়েছে। এই উত্সাহ থেকেই আমি গঠন করেছি "বাংলাদেশ বাঁধন" রেডিও শ্রোতা সংঘ। আশা করি আমাদেরকে তালিকাভুক্ত করবেন। দীর্ঘ হোক CRI এর পথ চলা।

মু: বন্ধু মো: ফোরকান অভি, আপনাকে শ্রোতাসংঘ গঠন করায় অভিনন্দন জানাচ্ছি। আমাদের শ্রোতাসংঘ পরিবারে আপনাকে স্বাগত জানাই। আমি আপনাদের শ্রোতা সংঘ আমাদের শ্রোতা সংঘের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছি। আশা করি, আপনিসহ আপনার শ্রোতাসংঘের সদস্যরা নিয়মিত আমাদেরকে লিখবেন। ধন্যবাদ।

আ: বাংলাদেশের কিশোরগন্জ্ঞ জেলার বাংলাদেশ ডিএক্সার এসোসিয়েশনের প্রেসিডেন্ট এম এইচ মামুন রশীদ লিখেছেন: প্রিয় আপু ও ভাইয়া কেমন আছেন? ভাল নিশ্চয়। তাই কামনা করি। আমি সিআরআই-এর একজন পুরনো শ্রোতা। দীর্ঘ ১২ বছর যাবত শুনছি। আগের চেয়ে অনুষ্ঠানের মান ভাল হয়েছে। ক্লাবের সবাই নিয়মিত উপভোগ করছি সিআরআই-এর বাংলা অনুষ্ঠান। বিশেষ করে মুক্তার কথা, বাংলার গল্প বাংলায় গল্প, দৃষ্টির সীমানায়, কনফুসিয়াস ক্লাসরুম, এশিয়া টুডে, খোলামেলা আমাদের বিশেষ প্রিয়। আপু, আমাদের ক্লাবের নাম পরিবর্তন করা হয়েছে আর নতুন নাম হচ্ছে 'বাংলাদেশ ডিএক্সার এসোসিয়েশন'। তাই আশা করবো আমাদের এই নতুন নামটি পুরনো ক্লাবের নামের জায়গায় ঠাঁই দিবেন।

মু: বন্ধু এম এইচ মামুন রশীদ, আপনাকে মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই। আমি আপনাদের ক্লাবের নাম পরিবর্তন করে নিয়েছি। আশা করি, আপনার ক্লাবের সদস্যরা নিয়মিত আমাদেরকে চিঠি লিখবেন।

আ: বাংলাদেশের নাটোর জেলার আতিয়া সুলতানা রীমা আমাদেরকে একটি নিজের লেখা কবিতা লিখে পাঠিয়েছেন। আমি এখানে তাঁর লেখা কবিতাটি আবৃত্তি করছি।

মরণ

মরণকে সঙ্গে নিয়ে শুয়ে আছি

জানিনা কখন এসে ঢুকবে

জীবন্ত এ আমার আত্মার সঙ্গে

আত্মা মিলাবে সে,

জানিনা আমি কিছুই । আর তাই

সমগ্র পৃথিবীকে কখনো খুব অর্থবহ

মনে হয়

আবার কখনো একেবারে অর্থহীন

মনে হয় আমার

বিষাদ ব্যাথিত মানুষের গোটা এ পৃথিবীটাকেই।

মু: আতিয়া সুলতানা রীমা, কবিতা লেখার জন্য ধন্যবাদ জানাই। আপনার কবিতাটি আমাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনাদের কেমন লেগেছে রীমার কবিতা? আমাদের জানাবেন এবং নিজেরাও লিখে পাঠাবেন ছড়া বা কবিতা।

আ: বাংলাদেশের নাটোর জেলার শাউন ডিএক্স কর্নারের রাজিব কুমার মন্ডল লিখেছেন, CRI-এর বর্ধিত কলেবরের অনুষ্ঠানে কৃষি, চীনে পড়াশুনা, তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান, চিকিত্‍সা ও স্বাস্থ্য, বাংলাদেশের গ্রাম বাংলা, শুধুই চীনা গান ও চলচিত্র, চীনের জানালা শুধুই চীনকে চেনা, যুব ও মহিলা বিষয়ক ও জনসচেতনামূলক অনুষ্ঠান সংযোজন করে নিয়মিত প্রচারের আকুল অনুরোধ জানাচ্ছি। আর প্রতিটি অনুষ্ঠানে অবশ্যই শ্রোতাদের চিঠি ও মতামতকে প্রাধান্য দিতে হবে। ।

মু: বন্ধু রাজিব কুমার মন্ডল, আপনার মতামতের জন্য ধন্যবাদ জানাই। আসলে যদিও আমাদের কোনো অনুষ্ঠান বিশেষভাবে যুব ও মহিলাদের উদ্দেশ্য করে তৈরি নয়, তবুও আমাদের অনুষ্ঠানগুলোতে যুব ও মহিলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত আলোচনা হয়, তথ্য প্রচারিত হয়। এ ছাড়া, আমাদের একটি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানও আছে। 'স্বাস্থ্য ও জীবন' নামের এই অনুষ্ঠানটি প্রতি রোববার প্রচারিত হয়। আশা করি শুনবেন। কৃষি বিষয়ে কোনো অনুষ্ঠান আমাদের নেই। কৃষি বিষয়ক একটি অনুষ্ঠান করা যায় কি না আমরা ভেবে দেখবো। আর, শ্রোতাদের চিঠি ও মতামতকে এখনো প্রায় সব অনুষ্ঠানেই গুরুত্ব দেওয়া হচ্ছে। তারপরও যদি কোনো অনুষ্ঠানে শ্রোতাদের চিঠি ও মতামত কম প্রচারিত হচ্ছে বলে আপনার মনে হয়, তবে সংশ্লিষ্ট অনুষ্ঠানের উপস্থাপককে সরাসরি লিখতে পারেন। চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

আ: পাবনা জেলার মো: কামরুজ্জামান বিপ্লব তার ইমেলে লিখেছেন: প্রীতি ও শুভেচ্ছা নিবেন। বেশ কয়েক বছর পর পত্রটি লিখলাম। আমার জীবনের এটা প্রথম ইমেল। সিআরআইয়ের বাংলা অনুষ্ঠানও কয়েক বছর শুনছি না সময়ের অভাবে। "লিওয়েই তান" আপুদের পর কারা অনুষ্ঠান পরিচালনা করে জানি না। অনুষ্ঠান শোনা শুরু করলে মন্তব্য করব।

মু: মো: কামরুজ্জামান বিপ্লব, ইমেল লেখার জন্য ধন্যবাদ জানাই। আপনি সত্যি আমাদের একজন খুবই পুরাতন শ্রোতা। আপনি লি ওয়েইতানকে চিনেন। আলিম, আপনি হয়তো জানেন না যে, লি ওয়েইতান ছিলেন আমাদের একজন সহকর্মী। কিন্তু তিনি পরে পদত্যাগ করেন। তিনি তখন শ্রোতাদের মধ্যে অনেক জনপ্রিয় ছিলেন। তাঁর কন্ঠ অনেক মিষ্টি। তিনিও শ্রোতা সম্পর্কিত অনুষ্ঠান তৈরী করতেন। বন্ধু বিপ্লব, আপনি এত দীর্ঘ সময় ধরে আমাদের অনুষ্ঠান শুনছেন না জেনে দুঃখ পেলাম। আশা করি এখন থেকে নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন। আর আমাদের ওয়েবসাইট ভিজিট করলেই জানতে পারবেন আমাদের নাম, দেখতে পাবেন আমাদের ছবি।

আরেকটি কথা, এখন শ্রোতাদের চিঠি নিয়ে অনুষ্ঠান হল 'মুক্তার কথা'। আমি এবং আলিম ভাই একসঙ্গে এ অনুষ্ঠান করি। আশা করি, আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন এবং ইমেল লিখবেন। ধন্যবাদ।

আ: বাংলাদেশের নওগাঁ জেলার মো: সালাহ্ উদদীন লিখেছেন: শুভেচ্ছা রইল। সিআরআই বাংলা বিভাগ হাজারো শ্রোতার মনে স্হান করে নিয়েছে। তবে আপনাদের সংবাদ, বক্তব্য, কথামালা আরো অধিক সংখ্যক লোকের মাঝে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। সেজন্য শুধু শর্টওয়েভ আর অনলাইনে কার্যক্রম সীমাবদ্ধ রাখলে চলবে না। তাই আমি একটি প্রস্তাব রাখছি: আপনারা টিভি মাধ্যমে সাপ্তাহিক কিংবা পাক্ষিক অনুষ্ঠান প্রচার করুন। তাহলে আপনাদের প্রচারের পরিধি বাড়বে। সিআরআই-এর আর্থিক অবস্থা আমার জানামতে বেশ স্ট্রং। তাই এ ব্যাপারে উদ্যোগী হোন।।

মু: মো:সালাহ্ উদদীন, আপনি অনেক ভাল প্রস্তাব করেছেন। সিআরআই-এর নিজস্ব টিভি চ্যানেল আছে। তবে সেসব চ্যানেলে বাংলা অনুষ্ঠান প্রচারিত হয় না। আশা করি, ভবিষ্যতে সিআরআই টিভির মাধ্যমে বাংলা অনুষ্ঠানও প্রচার করবে। আপনাকে ধন্যবাদ।

গান

আ: ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার হামিম হোসেন মণ্ডল (বুলবুল) লিখেছেন: প্রিয় ভাইয়া ও মিষ্টি আপু, মুক্তার কথা শুনতে খুবই ভালো লাগে। সিআরআই শুনতেও খুব ভালো লাগছে। আমি ও আমরা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের নতুন শ্রোতা। তাই শ্রোতা সংঘ বিষয়ে আমরা অজ্ঞ। কিন্তু শ্রোতা সংঘ বিষয়ে সবিস্তারে জানতে খুবই আগ্রহী। তাহলে আমরাও 'মনুজা শ্রোতা দল' নামে একটি সুন্দর শ্রোতা দল বা সংঘ অচিরেই গঠন করতে সক্ষম হবো। অনুগ্রহপূর্বক জানাবেন শ্রোতা দল বা সংঘের কাজ কী? গঠন কেমন হবে? আমরা পরিবারের ৩+৬+৭=১৬জন, প্রিয় বন্ধু ৩ জন ও অন্যান্য ঘনিষ্ঠ বন্ধু ৩ জন অর্থাত্‍ মোট ২২ জন আছি। সকলে আপন আপন বাড়ি থেকে অনুষ্ঠান শুনে থাকি। তাহলে কি আমরা শ্রোতা দল গঠনের যোগ্যতা অর্জন করেছি? তাহলে আমাদের শ্রোতা দলের নাম আপনাদের শ্রোতা ক্লাব তালিকায় অন্তর্ভুক্ত করুন। তবে আমাদের কাজ কী? জানাবেন। অল্প সময়ের মধ্যে সিআরআই এর নৈকট্য লাভে আগ্রহী আমরা। তাই এই জিজ্ঞাসা পত্র। সিআরআই-এর সকল কলা-কুশলিদের আন্তরিক অভিনন্দন এবং বিশ্ব শ্রোতাদের ধন্যবাদ।

মু: আচ্ছা, হামিম হোসেন মণ্ডল (বুলবুল), আসলে আমি এর আগে আপনার নাম আমাদের শ্রোতা নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছি। কিন্তু এবারের চিঠিতে আপনি লিখেছেন, আপনারা এক শ্রোতা ক্লাব গঠন করতে চান। আপনারা একটি শ্রোতা ক্লাব গঠন করতে পারেন। আমাদের শ্রোতা ক্লাবগুলো নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনে থাকে এবং অনুষ্ঠান সম্পর্কিত মতামত পাঠিয়ে থাকে। ক্লাবগুলো কখনো কখনো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনও করে থাকে। আশা করি, আপনাদের নতুন ক্লাবও সফল হবে। নিয়মিত লিখবেন আশা করি। আর আপনাদের ক্লাবের চূড়ান্ত নাম আমাদের পাঠাবেন। তখন আমরা ক্লাবটিকে তালিকাভুক্ত করে নেবো। ভালো থাকবেন।

আ: প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যা, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।

মু: আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনুন আর আপনার যে-কোনো মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন চিঠি বা ই-মেলের মাধ্যমে। আমাদের ই-মেল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'মুক্তার কথা' অনুষ্ঠান সম্পর্কিত ইমেল আমার নিজস্ব ইমেল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040