Web bengali.cri.cn   
১১তম পেইচিং ফোরামের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের অভিনন্দন বাণী
  2014-11-07 18:02:51  cri
নভেম্বর ৭: পেইচিংয়ে আজ (শুক্রবার) শুরু হয়েছে ১১তম পেইচিং ফোরাম। এ উপলক্ষে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং এক অভিনন্দন বাণী দিয়েছেন। উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ান তোং উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী লি'র অভিনন্দন বাণী পড়ে শোনান।

অভিনন্দন বাণীতে লি খ্য ছিয়াং বলেন, গত ১০ বছরের প্রচেষ্টার ফলে পেইচিং ফোরাম দেশি-বিদেশি একাডেমিক আদান-প্রদানের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এবারের ফোরামের প্রতিপাদ্য ছিল 'সভ্যতার সমন্বয় ও অভিন্ন সমৃদ্ধি-চীন ও বিশ্ব: ঐতিহ্য, বাস্তবতা ও ভবিষ্যত। এ প্রতিপাদ্যের সুস্পষ্ট মৌলিক তাৎপর্য রয়েছে।

লি খ্য ছিয়াং বলেন, বর্তমান বিশ্বে বহুমেরুকরণ, অর্থনীতির বিশ্বায়ন এবং সভ্যতার বহুল উন্নয়ন হচ্ছে। বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক রয়েছে। সকলের উচিত পরস্পরের অভিন্ন ঐতিহ্যবাহী সংস্কৃতি ও উন্নয়নের বাস্তবতার প্রতি সমঝোতা ও শ্রদ্ধা প্রদর্শন করা এবং সমন্বিতভাবে সহাবস্থান করা।

লিউ ইয়ান তোং বলেন, সভ্যতার সমন্বয় ও অভিন্ন সমৃদ্ধি বেগবান করা ঐতিহাসিক উন্নয়ন প্রবণতার সঙ্গে সংগতিপূর্ণ এবং মানব জাতির অভিন্ন সদিচ্ছার পরিচায়ক। চীন অব্যাহতভাবে শান্তিপূর্ণ উন্নয়নের পথে অবিচল থাকবে এবং সার্বিক সংস্কার গভীরতর করবে। (ওয়াং তান হোং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040