Web bengali.cri.cn   
র‍্যাপিড চার্জার ২.০ প্রকাশ করেছে এইচটিসি
  2014-11-06 20:39:32  cri
মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি সম্প্রতি চার্জার ২.০ নামে একটি চার্জার উন্মুক্ত করেছে, যা চার্জ দেওয়ার সময়কে তুলনামূলকভাবে ৪০ শতাংশ কমিয়ে আনতে সক্ষম হবে।

এইচটিসি জানিয়েছে, তাদের নতুন চার্জারে ব্যবহৃত হয়েছে কোয়ালকমের তৈরি নতুন কুইক চার্জ ২.০ প্রযুক্তি, যা সব ধরনের স্মার্টফোন ও ট্যাবলেট সমর্থন করে।

বাজার বিশ্লেষকেরা বলছেন, অধিকাংশ মানুষই পুরোপুরি চার্জ দেওয়া নিশ্চিত করতে সারারাত ধরে প্রিয় হ্যান্ডসেটটিতে চার্জার লাগিয়ে রাখেন। কতো সময় নিয়ে ১০০ শতাংশ চার্জ হবে অনেকে তা জানেন না বিধায় রাতভর চার্জার লাগিয়ে রাখেন। তারওপর সারা দিনব্যবহারের ফলে দ্রুত চার্জ ফুরিয়ে গেলে জরুরি মুহুর্তেও ঝামেলা পড়তে হয়। দৌঁড়ের ওপর থেকেও হ্যান্ডসেট চার্জে দিতে গেলে স্থবির বসে থাকতে হয়। অনেক সময় মোবাইল সেটে চার্জ পূর্ণ করার জন্য বসে বসে বিরক্ত হতে হয়।

এইচটিসির দাবি, র‍্যাপিড চার্জার ২.০ ব্যবহার করে ইউএসবি অ্যাডাপ্টরের তুলনায় নির্দিষ্ট কিছু পণ্যে ৪০ শতাংশ দ্রুত চার্জ দেওয়া সম্ভব হবে। এইচটিসি ওয়ান এম৮, ওয়ান এম৮ হারমন কার্ডন এডিশন, ওয়ান ই৮, ওয়ান রিমিক্স, ডিজায়ার আই স্মার্টফোনে এই সুবিধা পাওয়া যাবে।

এইচটিসি জানিয়েছে, তাদের তৈরি নতুন এই চার্জার ব্যবহার করে এইচটিসির অন্য হান্ডসেটগুলোতেও দ্রুত চার্জ দেওয়া যাবে। স্মার্টফোন ও ট্যাবের মতো যেসব পণ্যে মাইক্রো ইউএসবি কেবল সমর্থন করে, তাতেও র‌্যাপিড চার্জার ২.০ সমর্থন করবে।

ঠিব কবে নাগাদ এ চার্জার পাওয়া যাবে সে বিষয়ে কিছু জানায়নি এইচটিসি। এ ছাড়া, ধারণা পাওয়া যায় নি এর মূল্য সম্পর্কেও। তবু, শিগগিরই প্রযুক্তিপ্রেমীরা এ বিষয়ে জানতে পারবেন বলে আশা করা হচ্ছে।

বর্তমানে বাজারে দ্রুতগতিতে চার্জ দেওয়ার জন্য রয়েছে মটোরোলা টার্বো চার্জার। ১৫ মিনিটে এই চার্জারটি নির্দিষ্ট কয়েকটি স্মার্টফোনে চার্জ পূর্ণ করতে পারে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040