Web bengali.cri.cn   
পাক প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা ও কূটনৈতিক উপদেষ্টার সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  2014-10-31 19:23:24  cri
অক্টোবর ৩১: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (বৃহস্পতিবার) পেইচিংয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা ও কূটনৈতিক উপদেষ্টা সার্তাজ আজিজের সঙ্গে বৈঠক করেছেন। আজিজ এবার ইস্তাম্বুল প্রক্রিয়ার চতুর্থ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে অংশগ্রহণের জন্য পেইচিং সফর করছেন।

বৈঠককালে ওয়াং ই বলেন, নভেম্বরে আসন্ন এপেকের সভাপতি দেশের আয়োজিত অংশীদারি সংলাপে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অংশগ্রহণের জন্য স্বাগত জানাচ্ছে চীন। বৈঠককালে দু'পক্ষ গুরুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষর করবে।

ওয়াং ই আরো বলেন, পাকিস্তান হচ্ছে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া বাস্তবায়নের জন্য পাকিস্তানের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা করতে ইচ্ছুক চীন।

আজিজ বলেন, প্রধানমন্ত্রী শরিফের পেইচিং সফর অবশ্যই দ্বিপাক্ষিক মৈত্রীকে আরো সুসংহত করবে। পাকিস্তান সরকার ও জনগণ চীনা প্রেসিডেন্টের পাকিস্তান সফরের জন্য প্রত্যাশা করছে বলেও জানান তিনি। (স্বর্ণা/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040