Web bengali.cri.cn   
চীনের চাঁদ অনুসন্ধান পরীক্ষার প্রত্যাবর্তন যন্ত্র ১ নভেম্বর ফিরে আসবে
  2014-10-31 19:19:55  cri

অক্টোবর ৩১: পরিকল্পনা অনুযায়ী, চীনের চাঁদ অনুসন্ধান প্রকল্পের তৃতীয় পর্যায়ের উড্ডয়ন পরীক্ষার প্রত্যাবর্তন যন্ত্র ১ নভেম্বর ইনার-মঙ্গোলিয়ার মধ্যাঞ্চলে ফিরে আসবে। এখন সংশ্লিষ্ট কাজগুলো সুশৃঙ্খলভাবে চলছে। নানা ধরণের সরঞ্জাম স্বাভাবিক ও স্থিতিশীলভাবে পরিচালিত হচ্ছে। আবহাওয়াও প্রত্যাবর্তন যন্ত্রের প্রয়োজনীয় শর্তের সঙ্গে সংগতিপূর্ণ।

জানা গেছে, এ প্রত্যাবর্তন যন্ত্রের আকার ছোট, দ্রুত গতিসম্পন্ন, বিস্তারের আওতা ব্যাপক, প্রত্যাবর্তনের জন্য নানা নতুন পরীক্ষার সম্মুখীন হচ্ছে।

প্রত্যাবর্তন যন্ত্র ফিরে আনার কর্তব্য সাফল্যের সঙ্গে সম্পন্ন করার জন্য চলতি বছরের আগস্ট থেকে সংশ্লিষ্ট ব্যক্তিরা রাডার কেন্দ্র, স্থল নিয়ন্ত্রণ কেন্দ্র ও জলবায়ু কেন্দ্রে কাজ শুরু করেছেন। পর পর চার বার মহড়া চালিয়েছেন এবং প্রত্যাবর্তন যন্ত্র ফিরে আনার জন্য সংশ্লিষ্ট নানা প্রযুক্তি আওতার মধ্যে নিয়ে এসেছেন। (ইয়ু/টুটুল)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040