Web bengali.cri.cn   
আফগান সমস্যা সংক্রান্ত ইস্তাম্বুল প্রক্রিয়ার চতুর্থ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে লি খ্য ছিয়াং ও আশরাফ ঘানির ভাষণ
  2014-10-31 19:06:06  cri

অক্টোবর ৩১: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং আজ (শুক্রবার) সকালে পেইচিংয়ের তিয়াও ইয়ু থাই জাতীয় অতিথি ভবনে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে যৌথভাবে আফগানিস্তান সমস্যা সংক্রান্ত ইস্তাম্বুল প্রক্রিয়া বিষয়ক চতুর্থ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ভাষণ দিয়েছেন।

চীন সরকারের পক্ষ থেকে এ সম্মেলনের আয়োজনকে অভিনন্দন জানান লি খ্য ছিয়াং । তিনি বলেন, ইস্তাম্বুল প্রক্রিয়া ত্বরান্বিত করা আফগান সমস্যার যথাশিগগির সমাধান এবং এ অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধি বাস্তবায়নের জন্য অনুকূল হবে।

লি খ্য ছিয়াং উল্লেখ করেন, আফগানিস্তানের শান্তি ও পুনর্বাসনকে সমর্থন করা এবং দেশটির সমস্যার যথাশিগগির সমাধান করা হচ্ছে এ অঞ্চলের দেশগুলো ও আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন দায়িত্ব। চীন আফগান সমস্যা সমাধানের জন্য পাঁচটি প্রস্তাব উত্থাপন করেছে। চীন সরকার সর্বদাই দৃঢ়ভাবে আফগানিস্তানের শান্তি ও পুনর্বাসন প্রক্রিয়াকে সমর্থন করে এবং দেশটিকে যথাসাধ্য সহায়তা দেয়। চীন অব্যাহতভাবে আফগানিস্তানের প্রতি বন্ধুত্বপূর্ণ নীতি অনুসরণ করবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আফগানিস্তানের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়নের জন্য চীন প্রচেষ্টা চালাতে ইচ্ছুক বলেও জানান তিনি।

ভাষণে ঘানি প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের উত্থাপিত পাঁচটি প্রস্তাবকে সমর্থন করেন এবং দীর্ঘকাল ধরে আফগানিস্তানকে দেয়া সমর্থন ও সাহায্যের জন্য চীনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ইস্তাম্বুল প্রক্রিয়া আফগান সমস্যার যথাশিগগির সমাধানের জন্য অনুকূল হবে এবং এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্যও অনুকূল হবে। চীন সহ সংশ্লিষ্ট পক্ষ এ প্রক্রিয়া অগ্রসর করার জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে উল্লেখ করেন আফগান প্রেসিডেন্ট। (ইয়ু/টুটুল)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040