Web bengali.cri.cn   
খুনমিং রেলস্টেশনের সহিংস মামলার দ্বিতীয় বিচারে প্রথম বিচারের রায় বহাল
  2014-10-31 19:04:22  cri

অক্টোবর ৩১: ইয়ুন নান প্রদেশের উচ্চ গণ আদালত আজ (শুক্রবার) খুনমিং রেলস্টেশনে গত ১ মার্চ গুরুতর সহিংস সন্ত্রাসী মামলার দ্বিতীয় প্রকাশ্য বিচার করেছে। ইয়ুশান মাইমাইথি'র আপিল নাকচ করেছে এবং প্রথম বিচারে ইসখানদার এহাইথি, দুর্হো দুহানিয়াজ, ইয়ুশান মাইমাইথির মৃত্যুদণ্ড ও পাথিগুলি দুহাথির আজীবন কারাদণ্ড রায় বহাল রেখেছে।

ইয়ুন নান প্রদেশের উচ্চ গণ আদালত মনে করে, আপিলকারী ইয়ুশান মাইমাইথি ও আগের বিচারের আসামি ইসখানদার এহাইথি অন্যজনকে সন্ত্রাসী সংস্থায় অংশগ্রহণের জন্য ডেকে নেয়। আসামি দুর্হো দুহানিয়াজ সন্ত্রাসী সংস্থাকে অর্থ সরবরাহ করে। এ তিন ব্যক্তি সন্ত্রাসী সংস্থায় সংগঠক ও নেতৃত্বের ভূমিকা পালন করেছে এবং যৌথভাবে খুনমিং রেলস্টেশনে সহিংস তত্পরতার ষড়যন্ত্র করেছে। তাদেরকে সন্ত্রাসী সংস্থার সকল অপরাধের জন্য ফৌজদারি দায়িত্ব বহন করতে হবে। আসামি পাথিগুলি দুহাথি সক্রিয়ভাবে সন্ত্রাসী সংস্থায় অংশ নিয়েছে এবং হত্যাকাণ্ড চালিয়েছে, তার সকল অপরাধের জন্য ফৌজদারি দায়িত্ব বহন করতে হবে।

খুনমিং শহরের মধ্য গণ আদালত উপরোক্ত আসামিদের অপরাধের যথাযথ সাক্ষ্য পেয়েছে, সঠিকভাবে বিচার করেছে এবং উপযুক্ত রায় প্রদান করেছে, বিচারের প্রক্রিয়া বৈধ। ফলে ইয়ুন নান প্রদেশের উচ্চ গণ আদালত দ্বিতীয় বিচারে আপিল নাকচ করে এবং আগের রায় বহাল রাখে। (ইয়ু/টুটুল)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040