Web bengali.cri.cn   
চীন -আফগান পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত
  2014-10-31 19:02:31  cri

অক্টোবর ৩১: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ঈ গতকাল (বৃহস্পতিবার) পেইচিংয়ে আফগানিস্তান সমস্যা সংক্রান্ত ইস্তাম্বুল প্রক্রিয়া বিষয়ক চতুর্থ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে অংশগ্রহণকারী আফগান পররাষ্ট্রমন্ত্রী আহমেদ ওসমানীর সঙ্গে সাক্ষাত করেন।

ওয়াং ঈ বলেন, প্রেসিডেন্ট আশরাফ ঘানির চীন সফর সফল হয়েছে। চীন ও আফগানিস্তানের নেতারা দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার ব্যাপারে গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছেছেন। এ থেকে যথাযথভাবে প্রতিফলিত হয়েছে যে, চীন আফগানিস্তানের নতুন সরকারকে সমর্থন দেয় এবং সেই সঙ্গে চীন-আফগান সম্পর্ককেও উচ্চ গুরুত্ব দেয়। দু'পক্ষের যৌথভাবে দু'দেশের নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য কার্যকর করা ও দু'দেশের সম্পর্কের উন্নয়ন ত্বরান্বিত করা উচিত বলে উল্লেখ করেন তিনি।

ওসমানী বলেন, আফগান সরকার প্রেসিডেন্ট ঘানিকে দেয়া উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা জানায় এবং বিশ্বাস করে যে, এ সফর অবশ্যই দু'দেশের ঐতিহ্যবাহী মৈত্রী গভীরতর করবে ও দু'দেশের বিভিন্ন অঞ্চলের সহযোগিতা আরো জোরদার করবে। আফগানিস্তান চীনের উদ্যোগে আয়োজিত এবারের এ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনকে ধন্যবাদ জানায় এবং ভালোভাবে এ সম্মেলন আয়োজনে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করবে বলেও জানান তিনি।(ইয়ু/টুটুল)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040