Web bengali.cri.cn   
প্রথম 'বিশ্ব শহর দিবস' উপলক্ষে লি খ্য ছিয়াং ও বান কি মুনের অভিনন্দন বানী
  2014-10-31 17:41:35  cri
অক্টোবর ৩১: প্রথম 'বিশ্ব শহর দিবস' আজ (শুক্রবার) চীনের শাংহাইয়ে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের জন্য পৃথক পৃথকভাবে অভিনন্দন বানী পাঠিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং এবং জাতিসংঘ মহাসচিব বান কি মুন ।

অভিনন্দন বানীতে লি খ্য ছিয়াং বলেন, 'বিশ্ব শহর দিবস'র শ্লোগান হলো ' উন্নত শহর, উন্নত জীবন'। চলতি বছরের 'শহরের রূপান্তর এবং উন্নয়ন' শ্লোগানে নতুন করে শহরের উন্নয়নে জনগণের চিন্তাভাবনা ও কার্যক্রম প্রতিফলিত হয় বলে উল্লেখ করেন তিনি।

লি খ্য ছিয়াং আরো বলেন, ভবিষ্যতে চীন অব্যাহতভাবে সংস্কার ও সৃজনশীলতার মাধ্যমে আধুনিকীকরণের প্রক্রিয়ায় নতুন শহরায়নের প্রয়োজনীয় পথে আরো ভালোভাবে অগ্রসর হবে। তিনি আরো বলেন, আন্তর্জাতিক সমাজের শহরের সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ের বিনিময় ও সহযোগিতা জোরদার করা উচিত, যাতে ইতিহাসের উত্তরাধিকারী হওয়ার প্রক্রিয়ায় শহরের আরো ভালো একটি ভবিষ্যত সৃষ্টি করা যায়।

অভিনন্দন বানীতে বান কি মুন বলেন, ২০১০ সালে শাংহাই বিশ্ব মেলায় 'বিশ্ব শহর দিবস' প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন দেশের শহরের ভবিষ্যতের উন্নয়ন নিয়ে চিন্তা করা, শহরের সকল সুযোগ-সুবিধা কাজে লাগানো এবং শহরের রূপান্তর বিষয়ক একটি নতুন আলোচ্যসূচি প্রণয়ন করা উচিত।

৩১ অক্টোবর হলো জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত প্রথম 'বিশ্ব শহর দিবস'। ২০১০ সালে শাংহাই বিশ্বমেলার সমাপ্তি অনুষ্ঠানে 'শাংহাই ঘোষণা' অনুযায়ী এই দিবস প্রতিষ্ঠিত হয়। দিবসটি প্রতিষ্ঠার লক্ষ্য হলো শহরকে প্রধান বিষয় হিসেবে যৌথ আলাপ আলোচনা ও সমন্বয়ের ব্যবস্থা নির্মাণ করা। (লিলি/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040