বন্ধুরা, আপনারা কি কখনও শুনেছেন, পুরোপুরি নকল দ্রব্যের প্রদর্শনীর কথা? সম্প্রতি বৃটেনের পুলিশের উদ্যোগে আয়োজিত একটি বিশেষ 'নকল নকল দ্রব্যের প্রদর্শনী' সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। এবারের প্রদর্শনীর শ্লোগান হলো একেবারে কোন সত্যি দ্রব্য নেই। জানা গেছে, সেখানে যে সব দ্রব্য প্রদর্শিত হয়, তা সব স্থানীয় পুলিশের প্রতারণা মামলা তদন্ত করার সময় আটক করা নমুনা শিল্প দ্রব্য সম্পর্কিত । সে সব নকল দ্রব্য বানানো হয়েছে, তার প্রকার বিভিন্ন ধরনের। তাদের মধ্যে রয়েছে আধুনিক বিশ্ববিখ্যাত নকশাকারীদের কাজ থেকে প্রাচীন মিশরের পুরাকীর্তি পর্যন্ত বিভিন্ন সময়ের বিভিন্ন ধরনের বিভিন্ন দ্রব্য। তবে তাদের একই বৈশিষ্ট্য হলো তারা তো নকল জিনিস এবং তা বিক্রি করে টাকা বেশি পাওয়া যায়। সেজন্য প্রতারক লোকেরা প্রাণপণ চেষ্টা চালিয়ে উচ্চদরের দ্রব্যের মত তৈরি করে।
আরও মজার ব্যাপার হলো বৃটিশ পুলিশের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনী ছাড়া, সম্প্রতি বৃটেনের জাতীয় আর্ট গ্যালারী আয়োজন করেছে একটি 'নকল প্রদর্শনী'র। যে সব শিল্পকর্ম সতিকার বলে মনে করে কেনাকাটা করা হয়েছে, এ প্রদর্শনীতে সে সব দেখা যায়। (প্রকাশ)