Web bengali.cri.cn   
ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মহাকাশ ক্ষেত্রে সহযোগিতা চালাতে ইচ্ছুক চীন
  2014-10-31 16:50:05  cri
অক্টোবর ৩১: চীনের বিজ্ঞান একাডেমি প্রতিষ্ঠার ৬৫তম বার্ষিকী ১ নভেম্বর পালিত হবে। ৬৫ বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশের গবেষণা সংস্থা, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ব্যাপক সহযোগিতা চালিয়ে আসছে চীনের বিজ্ঞান একাডেমি। সেই সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সহযোগিতার প্রকল্প বাস্তবায়নসহ অনেক ফলপ্রসূ দেশি বিদেশি যৌথ গবেষণা সংস্থাও নির্মাণ করে আসছে এই একাডেমি।

চীনের বিজ্ঞান একাডেমির আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর মহাপরিচালক ছাও চিং হুয়া বলেন, বিশ্বের দু'টি উন্নয়নশীল দেশ হিসেবে মহাকাশ বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে চীন ও ভারত উভয়ই লক্ষণীয় সাফল্য অর্জন করেছে। মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে দেশ দু'টি একে অপরের প্রাধান্য পূরণ করলে তা ব্যাপকভাবে আন্তর্জাতিক মহাকাশ বিজ্ঞানের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে। দু'দেশের বিজ্ঞানীরা বিনিময় জোরদার করে দ্বিপক্ষীয় সহযোগিতার জন্য আরো বেশি সম্ভাবনা তৈরি করবে বলে আশা করেন তিনি । (লিলি/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040