Web bengali.cri.cn   
বাংলাদেশ সরকার শিগগিরি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে: মির্জা ফখরুলের আশাবাদ
  2014-10-31 16:07:56  cri
অক্টোবর ৩১: বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশাবাদ ব্যক্ত করে বলেছেন, "আমরা আশা করবো নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিয়ে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন প্রধানমন্ত্রী।"

মির্জা ফখরুল বলেন, "জনগণের দাবির কাছে নতি স্বীকার করতে শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, নির্বাচিত সরকার যেকোন সময় নির্বাচন দিতে পারে। তার এ কথায় প্রমাণিত হচ্ছে তিনি জনগণের দাবির কাছে নতি স্বীকার করতে শুরু করেছেন।"

আজ (শুক্রবার) সকালে নয়া পল্টনে দলের এক যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফর ব্যর্থ হয়েছে। গতকালের সংবাদ সম্মেলনে আমিরাত সফরের কোনো কৃতিত্ব খুঁজে পাওয়া যায় নি। বাংলাদেশের শ্রম শক্তি নিয়োগের ব্যাপারে তিনি কোনো সফলতা আনতে পারেননি।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040