Web bengali.cri.cn   
সিউল শহরবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে সিউল-চীনা দিবস কার্যক্রম
  2014-10-31 19:23:26  cri

চীনা রাষ্ট্রদূত ছিউ কুও হোং

১৯ অক্টোবর চীনের সংস্কৃতি মন্ত্রণালয়, দক্ষিণ কোরিয়ায় চীনা দূতাবাস, কানসু প্রদেশের গণসরকার এবং সিউল শহরের যৌথ উদ্যোগে সিউল-চীনা দিবস কার্যক্রম সিউল শহরের টাউন হল চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ছিউ কুও হোং বলেছেন, গত কয়েক বছরে বিভিন্ন ক্ষেত্রে চীন-দক্ষিণ কোরিয়া আদান-প্রদান ফলপ্রসূ হয়েছে। বর্তমানে চীন দক্ষিণ কোরিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, বৃহত্তম রপ্তানি বাজার, বৃহত্তম আমদানিকারক দেশ, বৃহত্তম বৈদেশিক পুঁজি বিয়োগকারী দেশ, বৃহত্তম পর্যটন সমৃদ্ধ দেশ এবং বৃহত্তম চীনা ছাত্রছাত্রীর উত্স স্থানে পরিণত হয়েছে। পাশাপাশি দক্ষিণ কোরিয়া চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থ-বাণিজ্যিক, পর্যটন ও সাংস্কৃতিক সম্পদসহ বিভিন্ন ক্ষেত্রে আদান-প্রদান ও সহযোগিতামূলক দেশগুলোর অন্যতম পরিণত হয়েছে। চীন-দক্ষিণ কোরিয়া দু'দেশের সম্পর্কের দ্রুত উন্নয়ন হচ্ছে, এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য দেশ সম্পর্ক উন্নয়নের উত্তম দৃষ্টান্ত স্থাপন করেছে। এবারের চীনা দিবস কার্যক্রমে দু'দেশের সাংস্কৃতিক শিল্প এবং বেসরকারি মহলের বিশেষজ্ঞরা একত্রিত হন। এটা হচ্ছে দু'দেশের সাংস্কৃতিক বিনিময় ও মতৈক্য প্রতিষ্ঠার উত্তম প্ল্যাটফর্ম।

এক ভাষণে সিউল শহরের মেয়র পার্ক ওয়ান-সুন বলেন, গত বছরের প্রথম সিউল চীনা দিবস কার্যক্রম খুবই সফল হয়েছে। চলতি বছর কর্মকাণ্ড গত বছরের চেয়ে আরো ব্যাপক। কার্যক্রম আরো সমৃদ্ধ হয়েছে। এবারের চীনা দিবসের মাধ্যমে দু'দেশের জনগণের সম্পর্ক বাড়ানো এবং একে অপরের সমঝোতা গভীরতর করার প্রত্যাশা করেন তিনি।

উল্লেখ্য, উত্সবের কার্যক্রম বেশ সমৃদ্ধ। এ কার্যক্রম সিউল শহরবাসীদের দৃষ্টি আকর্ষণ করেছে। কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে কানসু প্রদেশের ইউ কু জাতি এবং কুইচৌ প্রদেশের মিয়াও জাতির লোক রীতিনীতি ও সাংস্কৃতিক প্রদর্শনী, আকৃতির পরিবর্তন, ড্রাগন নৃত্য ও সিংহ নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা এবং চীনের ঐতিহ্যবাহী খাওয়া-দাওয়া ইত্যাদি।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040