0830xingkong
|
আ: সঙ্গে আছি আমি আলিমুল হক।
আজকের প্রথম চিঠি লিখেছেন বাংলাদেশের যশোর জেলার সুর-সংলাপ রেডিও ক্লাবের সম্পাদক মোঃ মুজিবুল হক। তিনি তার ইমেইলে লিখেছেন, মুক্তা আপু, আমরা আপনাদের প্রচারিত প্রতিটি অনুষ্ঠান খুবই যত্ন আর মনোযোগ সহকারে শুনে আসছি। প্রতিটি অনুষ্ঠান আমাদের খুবই ভাল লাগছে। আমরা আপনাদের অনুষ্ঠান শুনে আমাদের জ্ঞানকে যেমন বিকশিত করতে পারছি তেমনি আমাদের দৈনন্দিন জীবনে তার প্রয়োগ ঘটিয়ে জীবনকে সুন্দরভাবে সাজাতে পারছি। ধন্যবাদ সিআরআই বাংলা বিভাগকে। মেডিকেল ছাত্র মোঃ সাঈদ আল বাছেতের দেওয়া ১৫.০৭.২০১৪ তারিখের সাক্ষাতকার আমাদের খুবই ভাল লেগেছে। তাঁর শিক্ষাজীবনের শুরুর তিনমাসে তাঁর বিভিন্ন বাস্তব অভিজ্ঞতার কথা শুনলাম। ২২.০৭.২০১৪ তারিখে কিশোর সাহেবের প্রাণবন্ত আলোচনাও আমাদের খুবই ভাল লেগেছে। আমরা সবসময় তাদের সফলতা কামনা করি। গত ১৭.০৭.২০১৪ তারিখের 'হাল-শৈলী' অনুষ্ঠানে রোদ-বৃষ্টিতে ত্বকের যত্ন বিষয়ে রুবি আপু ও তৌহিদ ভাইয়ার চমত্কার আলোচনা শুনলাম। একই অনুষ্ঠানে LG কোম্পানির উদ্ভাবিত নতুন টেলিভিশন ও Smart Mobile সম্পর্কে তাজা খবর পেলাম। ১৯.০৭.২০১৪ তারিখে 'সুরের ধারায়' সাধনা সারগামের গাওয়া-প্রিয়তম কি লিখি তোমায়, বুঝবে না কেউ বুঝবে না, মিতালি মুখার্জীর গাওয়া-মনতো মানে না, প্রাণতো মানে না, এ শুধু গানের দিন, অনুরাধা পারোওয়ালের গাওয়া- যে কথা বলিনি সেদিন, এ কি প্রেম নাকি অভিনয় এবং সব শেষে মৌসুমি ভৌমিকের গাওয়া বৃষ্টি পড়েরে--- প্রতিটি গান আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। এ সব গান যুগ যুগ ধরে মানুষের মনে বেঁচে থাকবে। 'দৃষ্টির সীমানায়' -২১.০৭.২০১৪ তারিখের অনুষ্ঠানে ফেইফেই আপু ও টুটুল ভাইয়ের উপস্থাপনায় চীনের যোগাযোগ বিশ্ববিদ্যালয়ের বাংলাভাষা শিক্ষার উপর বিস্তারিত তথ্য পেলাম। একই সাথে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মজার ও বিরল কিছু বিভাগ নিয়ে আলোচনা আমাদের খুবই অবাক করেছে। আমাদের ধারনাতেও ছিলনা যে, বিশ্বের নামি-দামি বিশ্ববিদ্যালয়গুলোতে অবাক করার মত এ সব বিষয়ে পড়ানো হয়। মুক্তা আপু আমরা অনুষ্ঠান শোনার পাশাপাশি CRI এর প্রচার যথাযথ ভাবে চালিয়ে যাচ্ছি। আমাদের বন্ধু মহলে CRI এর ব্যাপক পরিচিতি ও প্রসার ঘটেছে। সকলেই নিয়মিত/অনিয়মিতভাবে অনুষ্ঠান শুনছেন আর সময় পেলেই ওয়েবপেইজে চোখ রাখছেন।
মু: বন্ধু মোঃ মুজিবুল হক, নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনা এবং বিস্তারিতভাবে মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই। আশা করি, আপনার আরো বেশি গঠনমূলক মতামত পাওয়া যাবে।
আ: বাংলাদেশের বগুড়া জেলার মোঃ সাইফুল ইসলাম তার চিঠিতে লিখেছেন, ...
মু: আচ্ছা, বন্ধু সাইফুল ইসলাম, চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আসলে মুক্তার কথা অনুষ্ঠানে শ্রোতাদের সব প্রশ্নের জবাব দেই আমরা। শ্রোতারাও আমাকে এবং আলিম ভাইকে প্রশ্ন করতে পারেন। আমরা প্রশ্নগুলোর জবাব দেয়ার চেষ্টা করবো অবশ্যই।
আ: বাংলাদেশের ঝিনাইদহ জেলার ডি এক্স রেডিও ফ্যান ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন বিদ্যুত তাঁর ইমেইলে লিখেছেন, আপনাদের ওয়েবসাইট আমাকে তীব্রভাবে আকর্ষণ করে। আমি বিশ্বাস করি সাইটটি নিয়মিত আপলোড করা হচ্ছে। আপনাদের মাধ্যমে যে তথ্যগুলো পাই তা আমার বাস্তব জীবনে কাজে লাগানোর সর্বদা চেষ্টা করি। একটা একটা বালি দিয়ে যেমন মরুভূমি সৃষ্টি হয়েছে ঠিক তেমনি ছোট ছোট তথ্য দিয়ে পরিপূর্ণ একটি সাইট উপহার দেবার জন্য ধন্যবাদ। আমি পেশায় একজন শিক্ষক আর তাই আপনাদের সাইট আমার জন্য খুব বেশি প্রয়োজন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামীতে আপনারা শ্রোতাদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে অনুষ্ঠান সাজাবেন এবং অনিন্দ্যসুন্দর ওয়েবসাইট উপহার দেবেন। আমারা যাতে সহজেই আত্মোপলব্ধির মাধ্যমে আত্মসচেতন হতে পারি। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবার আগামী দিনগুলো সোনালী আলোই উজ্জ্বল হোক এই কামনা করি।
মু: সাখাওয়াত হোসেন বিদ্যুত, আপনার মতামত ও অনুভূতি ব্যক্ত করার জন্য ধন্যবাদ জানাই। আমরা আরো সমৃদ্ধ ওয়েবসাইট ও সমৃদ্ধ অনুষ্ঠান তৈরি করার চেষ্টা করছি প্রতিনিয়ত। আশা করি, শ্রোতারা আরো গঠনমূলক মতামত পাঠাবেন আমাদের কাছে।
আ: সিলেট জেলার দিলোয়ার হুসেন দিলু তার ইমেলে লিখেছেন, প্রিয় সি আর আই, শুরুতে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি আপনাদের একজন হতভাগ্য নিয়মিত শ্রোতা। সিআরআইকে আমি অনেক পছন্দ করি এবং ভালবাসি। কিন্তু দুঃখের বিষয় আমি অনেক চিঠি-ইমেইল পাঠাই, কিন্তু আজ পর্যন্ত একটি চিঠি-ইমেইলের উওর পেলাম না। অনেক কুইজ এ অংশগ্রহণ করলাম বা করি, কিন্তু সিআরআই-এর কাছ থেকে কোনো সাড়া পাই না। তাই অভিমানে, দুঃখে সিআরআইকে চিঠি লিখা বা ইমেইল করা বন্ধ করি। কিন্তু তাই বলে উনুষ্ঠান শুনা বন্ধ করি নাই। আপনাদের অনুষ্ঠানগুলো আমার খুব ভাল লাগে। আমারও ইচ্ছা একদিন চীন ভ্রমণ করব। আমার নাম শ্রোতা তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ জানাই। ধন্যবাদ।
মু: দিলোয়ার হুসেন দিলু, প্রথমে আপনাকে নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনার জন্য ধন্যবাদ জানাই। আপনি এখন আমাদের সাড়া পেয়েছেন। খুশি তো? আশা করি, আপনি নিয়মিত আমাদের মতামত দেবেন। আপনি নিয়মিত আমাদের কুইজ ও প্রতিযোগিতায় অংশ নিলে অবশ্যই পুরস্কার পাওয়ার সুযোগ হবে। আর আপনার নাম আমরা শ্রোতা তালিকায় অন্তর্ভুক্ত করে নিয়েছি। ধন্যবাদ।
আ: চুয়াডাঙ্গা জেলার জোয়াদ কামাল তার ইমেলে লিখেছেন, ...
মু: বন্ধু জোয়াদ কামাল, আপনাকে এত সুন্দর ইমেল লেখার জন্য ধন্যবাদ জানাই। আশা করি, নিয়মিত আপনার চিঠি পাবো।
আ: একই জেলার এস এম কামাল উদ্দিন তার চিঠিতে লিখেছেন, ...
মু: বন্ধু এস এম কামাল উদ্দিন, আপনাকে চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। আপনি নিয়মিত আমাদের প্রতিযোগিতা বা কুইজে অংশ নিলে আপনার চীনে আসার সুযোগ হবে। আশা করি, আপনি নিয়মিত আমাদেরকে মতামত দেবেন। ধন্যবাদ।
আ: প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যা, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।
মু: আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনুন আর আপনার যে-কোনো মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন চিঠি বা ই-মেলের মাধ্যমে। আমাদের ই-মেল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'মুক্তার কথা' অনুষ্ঠান সম্পর্কিত ইমেল আমার নিজস্ব ইমেল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই/আলিম)