Web bengali.cri.cn   
'অপহরণ সমস্যা' নিয়ে পিংইয়ংয়ে উত্তর কোরিয়া ও জাপানের দুই দিনব্যাপী আলোচনা চলছে
  2014-10-28 18:26:11  cri

অক্টোবর ২৮: 'অপহরণ সমস্যা'সহ উত্তর কোরিয়ায় বসবাসরত জাপানী নাগরিকদের বিভিন্ন বিষয় নিয়ে পিংইয়ংয়ে দু'দেশের সরকারী প্রতিনিধি দলের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) থেকে শুরু হয়ে আগামীকাল পর্যন্ত এ আলোচনা চলবে বলে জানা গেছে। খবর দিয়েছে চীনের বার্তা সংস্থা সিন হুয়া।

উত্তর কোরিয়ার বিশেষ তদন্ত কমিটির চেয়ারম্যান সো তাই হা বলেন, "এবারের সফরে জাপানী প্রতিনিধি দলের বিভিন্ন বক্তব্য রয়েছে। এ অবস্থায় প্রতিনিধি দলের সফর থেকে বোঝা যায় যে, জাপান সরকার 'উত্তর কোরিয়া-জাপান পিংইয়ং প্রস্তাব' মেনে চলেছে। এ ব্যাপারে জাপান সরকার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে'।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক ব্যুরোর মহাপরিচালক চুনিচি ইহারা বলেন, 'অপহরণ সমস্যার' সমাধানে উত্তর কোরিয়ায় সব জাপানী নাগরিকের জন্য এক বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

২০০৪ সালের পর জাপানের সরকারি প্রতিনিধি দলের এটি হলো প্রথম উত্তর কোরিয়া সফর।(ওয়াং হাইমান/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040