Web bengali.cri.cn   
মিশরের সিনাই উপদ্বীপে জরুরি অবস্থা জারি; সন্ত্রাসী হামলার নিন্দা জানালেন জাতিসংঘ মহাসচিব
  2014-10-25 19:51:40  cri
অক্টোবর ২৫: সিনাই উপদ্বীপের উত্তরাঞ্চলের কয়েকটি অংশে আগামী তিন মাসের জন্য জরুরি অবস্থা জারি করেছেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি। দেশটির স্থানীয় সময় শনিবার বিকেল পাঁচটা থেকে তার এ নির্দেশ কার্যকর হবার কথা। শুক্রবার রাতে জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে এক জরুরি সভা শেষে প্রেসিডেন্ট সিসি এক বিবৃতিতে এ তথ্য জানান। এতদঞ্চলে একটি সামরিক চৌকিতে সন্ত্রাসী হামলায় অন্তত ৩০ জন নিহত হবার পর প্রেসিডেন্ট সেখানে জরুরি অবস্থা জারি করলেন।

এ ছাড়া, ইসরাইল ও গাজা উপত্যকার সাথে মিশরের সীমান্ত অঞ্চলগুলোতে শনিবার থেকে রাতে কারফিউও জারি করা হয়েছে। জরুরি অবস্থা চলাকালে বিকেল ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত কারফিউ বলবত থাকবে। মিশরের প্রেসিডেন্ট শনিবার থেকে তিন দিনের জাতীয় শোক পালনের ঘোষণাও দিয়েছেন।

এদিকে, মিশরের সিনাই উপদ্বীপে সামরিক চৌকিতে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। শুক্রবার মুখপাত্রের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে মহাসচিব হামলায় নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনাও প্রকাশ করেন। (স্বর্ণা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040