Web bengali.cri.cn   
ইউক্রেন ইস্যুতে মিনস্ক চুক্তি বাস্তবায়নের ওপর জোর দিলেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি
  2014-10-25 16:44:18  cri
অক্টোবর ২৫: ইউক্রেন ইস্যুতে মিনস্ক চুক্তি বাস্তবায়নের ওপর জোর দিলেন জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি লিউ চিয়ে ই। তিনি গতকাল (শুক্রবার) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে নিরাপত্তা পরিষদের এক সম্মেলনে ইউক্রেন সমস্যার স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে অবিলম্বে সংলাপ আয়োজনের ওপরও গুরুত্বারোপ করেন।

ইউক্রেন পরিস্থিতি নিয়ে আয়োজিত সম্মেলনে চীনের প্রতিনিধি আরো বলেন, গত সেপ্টেম্বরে ইউক্রেনের সরকার ও দেশটির পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত মিনস্ক চুক্তির পর সেখানে ব্যাপকভাবে সংঘর্ষ হয়নি। কিন্তু এখনো পরিস্থিতি আশংকাজনক। যুদ্ধবিরতির সময়েও বিচ্ছিন্ন সহিংস ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, এতে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেসামরিক মানুষ নিহত করেছে।

এ ধরনের পরিস্থিতিতে তার দেশ গভীরভাবে উদ্বিগ্ন উল্লেখ করে চীনের প্রতিনিধি বলেন, বর্তমানে সবচে জরুরি কাজ হলো সার্বিকভাবে মিনস্ক চুক্তি বাস্তবায়ন করা এবং ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধবিরতি মেনে চলা। ইউক্রেন সমস্যার স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সমাজ অব্যাহতভাবে গঠনমূলক ভূমিকা পালন করে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। (লিলি/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040