Web bengali.cri.cn   
ইস্তাম্বুল প্রক্রিয়ার চতুর্থ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন পেইচিয়ে অনুষ্ঠিত হবে
  2014-10-24 18:46:48  cri
অক্টোবর ২৪: আফগানিস্তান সমস্যা বিষয়ক ইস্তাম্বুল প্রক্রিয়ার চতুর্থ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন আগামী ৩১ অক্টোবর পেইচিংয়ে আয়োজিত হবে। চীন ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এ সম্মেলনে যৌথ সভাপতিত্ব করবেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং আজ (শুক্রবার) এ কথা জানান ।

পেইচিংয়ে আয়োজিত নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে হুয়া ছুন ইং বলেন, বর্তমানে আফগানিস্তান রাজনীতি, নিরাপত্তা ও অর্থনীতির অন্তর্বর্তীকালীন পর্বে রয়েছে। চীন আশা করে এবারের এ সম্মেলনের মাধ্যমে দেশটির পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন তুলে ধরা যাবে।

তিনি জানান, ইস্তাম্বুল প্রক্রিয়া ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। এতে ১৪টি সদস্য দেশ আছে। আরো ১৬টি দেশ ও ১২টি আন্তর্জাতিক সংস্থা সমর্থক হিসেবে এতে অংশ নেয়। এই প্রক্রিয়া আফগানিস্তানের শান্তিপূর্ণ পুনর্গঠনের জন্য ইতিবাচক ভূমিকা পালন করছে। (শুয়েই/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040